Ajker Patrika

সূর্যকুমারের সেঞ্চুরিতে ম্লান সাউদির হ্যাটট্রিক

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৭: ২০
সূর্যকুমারের সেঞ্চুরিতে ম্লান সাউদির হ্যাটট্রিক

সেঞ্চুরি, হ্যাটট্রিক-দুটোই হয়েছিল আজ মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ড-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব। আর হ্যাটট্রিক করেছেন টিম সাউদি। যেখানে শেষ হাসি হেসেছেন সূর্যকুমার। নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ভারত। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয়রা। 

১৯২ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ড রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। অ্যালেনের বিদায়ের পর উইকেটে আসেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ের সঙ্গে ৪৭ বলে ৫৬ রানের জুটি গড়েছিলেন উইলিয়ামসন। কনওয়েকে বিদায় করে দ্বিতীয় উইকেটের জুটিটা ভেঙে দেন ওয়াশিংটন সুন্দর। 

কনওয়ের বিদায়ের পর থেকেই মূলত নিউজিল্যান্ড পথ হারাতে শুরু করে। ৫৬ থেকে ৯৯-এই ৪৩ রান তুলতেই পাঁচ উইকেট হারায় কিউইরা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলছিলেন উইলিয়ামসন। উইলিয়ামসনের বিদায়ের পর খুব দ্রুতই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১৮.৫ ওভারে কিউইরা অলআউট হয়ে যায় ১২৬ রানে। ৫২ বলে ৬১ রান করেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন দীপক হুডা। 

ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার। ৫১ বলে ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমারের দ্বিতীয় সেঞ্চুরি। ১১টি চার এবং ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় এই ব্যাটার। 

এর আগে মাউন্ট ম্যাঙ্গানুইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ভারত করে ১৯১ রান। ১১১ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার সূর্যকুমার। আর নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাউদি। কিউই এই পেসার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই ম্যাচে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত