Ajker Patrika

বাংলাদেশকে ভোগাচ্ছেন এই দুই শ্রীলঙ্কান

বাংলাদেশকে ভোগাচ্ছেন এই দুই শ্রীলঙ্কান

দিমুথ করুণারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভা কঠিন পরীক্ষাই নিচ্ছেন বাংলাদেশের বোলারদের। দুজন দিনভর তাসকিনদের ভুগিয়ে গড়েছেন ৩২২ রানের অবিচ্ছেদ্য জুটি। আর এতেই চতুর্থ দিনও নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। তিন উইকেটে ৫১২ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকেরা। দুই দফা আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর দিন শেষে ২৯ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। করুণারত্নে ২৩৪ ও ধনঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন।

পাল্লেকেলে টেস্টের প্রথম দুদিন যদি বাংলাদেশের হয়, পরের দুদিন শ্রীলঙ্কার। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কাটিয়ে দিয়েছেন পুরোটা দিন। পঞ্চম দিন যদি কোনো অলৌকিক কিছু না ঘটে, ৭ বছর পর শ্রীলঙ্কায় প্রথম টেস্ট ড্র দেখা যাবে।

৩ উইকেটে ২২৯ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দুই অপরাজিত ব্যাটসম্যান লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কালই। আজ সেটির পূর্ণতা দিয়েছেন করুণারত্নে আর ডি সিলভা। এ দুজনের ৩২২ রানের চতুর্থ উইকেট জুটি হতাশায় ডুবিয়েছে বাংলাদেশের বোলারদের। শ্রীলঙ্কার রান স্রোত থামানোর সব চেষ্টাই বৃথা গেছে। অধিনায়ক নিজেও শেষ পর্যন্ত বল হাতে নিয়েছেন। কাঙ্ক্ষিত উইকেটের দেখা মেলেনি সারাদিনে।

৮৫ রানে দিন শুরু করা দিমুথ করুণারত্নে লাঞ্চের আগেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৮৫তম ওভারে তাসকিন আহমেদকে ডিপ মিডউইকেটে পাঠিয়ে ছুঁয়ে ফেলেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। দ্বিতীয় সেশনে করুনারত্নে–ধনঞ্জয়া জুটি আরও জমে যায়। বাংলাদেশের বোলারদের নখদন্তহীন বোলিং অস্বস্তিতে ফেলতে পারেনি।

লাঞ্চের পর সেঞ্চুরি পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভাও। তাসকিনকে পুল করে ‘বাউন্ডারি’ মেরে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। দিনের শেষ সেশনে ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক তুলে নেন করুণারত্নে। ডি সিলভাও দেড় শ পেরিয়েছেন। দ্বিতীয় দিনের মতো এদিনও তৃতীয় সেশনে আলোক স্বল্পতায় দুই দফায় খেলা বন্ধ ছিল। শেষ সেশনে খেলা হয়েছে ১৫ ওভার। দিনের নির্ধারিত ওভার খেলা হলে লিড নেওয়ার সুযোগ ছিল শ্রীলঙ্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত