ক্রীড়া ডেস্ক
দুঃসময়কে পেছনে ফেলে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশকে কোন ছকে ফাঁদে ফেলতে চাইছে পাকিস্তান, সেটার ইঙ্গিত মিলছে সালমান আলী আগার কথায়।
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর পাকিস্তান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে। সেই সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজেও সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ দল খুবই দক্ষ।’
কদিন আগে শেষ হওয়া পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান, ফখর জামান, হাসান নাওয়াজরা জায়গা পেয়েছেন বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে ৩৯৯ রান করা নাওয়াজ হয়েছেন পিএসএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট। মার্চে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। চূড়ান্ত একাদশের কথা বলতে গিয়ে নাওয়াজের কথা উল্লেখ করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের আন্তর্জাতিক ও পিএসএল ফর্ম দেখে দল তৈরি করেছি। আমার পরামর্শ অনুযায়ী, চূড়ান্ত একাদশ নির্ধারিত হয়ে গেছে। হাসান নাওয়াজ পিএসএলে মিডল অর্ডারে ভালো করেছে। মনে করি না তার ওপেনিং করার প্রয়োজন আছে।’
২০২৫ পিএসএলে রান হয়েছে ৯.১২ রানরেটে, যা টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের পিএসএলের সর্বোচ্চ তিন রানসংগ্রাহক ফারহান, ফখর, নাওয়াজ—প্রত্যেকের স্ট্রাইকরেট ১৫০-এর বেশি। বলতে গেলে বাংলাদেশ সিরিজের আগে পিএসএলে নিজেদের অর্ধেক প্রস্তুতি সেরে রেখেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিস্ফোরক ব্যাটিংয়ের এই ধারা বজায় রাখতে গিয়ে যেন গুবলেট না পাকান সতীর্থরা, সে ব্যাপারে সতর্ক করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন রপ্ত করেছি, সেটা দীর্ঘ সময় ধরে রাখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট তো থাকবেই। সে ক্ষেত্রে ভয়ডরহীন থাকতে হবে। তবে উল্টাপাল্টা কিছু করা যাবে না।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিন ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
দুঃসময়কে পেছনে ফেলে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশকে কোন ছকে ফাঁদে ফেলতে চাইছে পাকিস্তান, সেটার ইঙ্গিত মিলছে সালমান আলী আগার কথায়।
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর পাকিস্তান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে। সেই সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজেও সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ দল খুবই দক্ষ।’
কদিন আগে শেষ হওয়া পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান, ফখর জামান, হাসান নাওয়াজরা জায়গা পেয়েছেন বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে ৩৯৯ রান করা নাওয়াজ হয়েছেন পিএসএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট। মার্চে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। চূড়ান্ত একাদশের কথা বলতে গিয়ে নাওয়াজের কথা উল্লেখ করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের আন্তর্জাতিক ও পিএসএল ফর্ম দেখে দল তৈরি করেছি। আমার পরামর্শ অনুযায়ী, চূড়ান্ত একাদশ নির্ধারিত হয়ে গেছে। হাসান নাওয়াজ পিএসএলে মিডল অর্ডারে ভালো করেছে। মনে করি না তার ওপেনিং করার প্রয়োজন আছে।’
২০২৫ পিএসএলে রান হয়েছে ৯.১২ রানরেটে, যা টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের পিএসএলের সর্বোচ্চ তিন রানসংগ্রাহক ফারহান, ফখর, নাওয়াজ—প্রত্যেকের স্ট্রাইকরেট ১৫০-এর বেশি। বলতে গেলে বাংলাদেশ সিরিজের আগে পিএসএলে নিজেদের অর্ধেক প্রস্তুতি সেরে রেখেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিস্ফোরক ব্যাটিংয়ের এই ধারা বজায় রাখতে গিয়ে যেন গুবলেট না পাকান সতীর্থরা, সে ব্যাপারে সতর্ক করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন রপ্ত করেছি, সেটা দীর্ঘ সময় ধরে রাখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট তো থাকবেই। সে ক্ষেত্রে ভয়ডরহীন থাকতে হবে। তবে উল্টাপাল্টা কিছু করা যাবে না।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিন ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণ নিয়ে আজ দিনভরই ক্রিকেটাঙ্গন ছিল গরম। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক পদ থেকে তাঁর মনোনয়ন বাতিল করে। গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর ফারুক এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন...
৪১ মিনিট আগেচট্টগ্রাম আবাহনী বিপক্ষে আজ ফর্টিস এফসির ৪-০ গোলের জয়ে শেষ হয়েছে ঘরোয়া ফুটবল মৌসুম। তবে আগামী মৌসুম নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।
১ ঘণ্টা আগেজুনের পর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। এর আগে সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো। সেখানে ইউরোপের দেশের বিপক্ষে খেলতে হামজা-শমিতদের খেলাতে চায় বাফুফে।
৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণের গুঞ্জন নিয়ে আজ দিনভরই ক্রিকেটপাড়া বেশ গরম ছিল বলা যায়। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। কিন্তু তাঁর প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে চিঠি পাঠিয়েছেন বিসিবির আট পরিচালক।
৪ ঘণ্টা আগে