ক্রীড়া ডেস্ক
দুঃসময়কে পেছনে ফেলে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশকে কোন ছকে ফাঁদে ফেলতে চাইছে পাকিস্তান, সেটার ইঙ্গিত মিলছে সালমান আলী আগার কথায়।
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর পাকিস্তান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে। সেই সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজেও সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ দল খুবই দক্ষ।’
কদিন আগে শেষ হওয়া পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান, ফখর জামান, হাসান নাওয়াজরা জায়গা পেয়েছেন বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে ৩৯৯ রান করা নাওয়াজ হয়েছেন পিএসএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট। মার্চে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। চূড়ান্ত একাদশের কথা বলতে গিয়ে নাওয়াজের কথা উল্লেখ করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের আন্তর্জাতিক ও পিএসএল ফর্ম দেখে দল তৈরি করেছি। আমার পরামর্শ অনুযায়ী, চূড়ান্ত একাদশ নির্ধারিত হয়ে গেছে। হাসান নাওয়াজ পিএসএলে মিডল অর্ডারে ভালো করেছে। মনে করি না তার ওপেনিং করার প্রয়োজন আছে।’
২০২৫ পিএসএলে রান হয়েছে ৯.১২ রানরেটে, যা টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের পিএসএলের সর্বোচ্চ তিন রানসংগ্রাহক ফারহান, ফখর, নাওয়াজ—প্রত্যেকের স্ট্রাইকরেট ১৫০-এর বেশি। বলতে গেলে বাংলাদেশ সিরিজের আগে পিএসএলে নিজেদের অর্ধেক প্রস্তুতি সেরে রেখেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিস্ফোরক ব্যাটিংয়ের এই ধারা বজায় রাখতে গিয়ে যেন গুবলেট না পাকান সতীর্থরা, সে ব্যাপারে সতর্ক করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন রপ্ত করেছি, সেটা দীর্ঘ সময় ধরে রাখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট তো থাকবেই। সে ক্ষেত্রে ভয়ডরহীন থাকতে হবে। তবে উল্টাপাল্টা কিছু করা যাবে না।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিন ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
দুঃসময়কে পেছনে ফেলে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশকে কোন ছকে ফাঁদে ফেলতে চাইছে পাকিস্তান, সেটার ইঙ্গিত মিলছে সালমান আলী আগার কথায়।
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর পাকিস্তান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে। সেই সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজেও সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ দল খুবই দক্ষ।’
কদিন আগে শেষ হওয়া পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান, ফখর জামান, হাসান নাওয়াজরা জায়গা পেয়েছেন বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে ৩৯৯ রান করা নাওয়াজ হয়েছেন পিএসএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট। মার্চে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। চূড়ান্ত একাদশের কথা বলতে গিয়ে নাওয়াজের কথা উল্লেখ করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের আন্তর্জাতিক ও পিএসএল ফর্ম দেখে দল তৈরি করেছি। আমার পরামর্শ অনুযায়ী, চূড়ান্ত একাদশ নির্ধারিত হয়ে গেছে। হাসান নাওয়াজ পিএসএলে মিডল অর্ডারে ভালো করেছে। মনে করি না তার ওপেনিং করার প্রয়োজন আছে।’
২০২৫ পিএসএলে রান হয়েছে ৯.১২ রানরেটে, যা টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের পিএসএলের সর্বোচ্চ তিন রানসংগ্রাহক ফারহান, ফখর, নাওয়াজ—প্রত্যেকের স্ট্রাইকরেট ১৫০-এর বেশি। বলতে গেলে বাংলাদেশ সিরিজের আগে পিএসএলে নিজেদের অর্ধেক প্রস্তুতি সেরে রেখেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিস্ফোরক ব্যাটিংয়ের এই ধারা বজায় রাখতে গিয়ে যেন গুবলেট না পাকান সতীর্থরা, সে ব্যাপারে সতর্ক করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন রপ্ত করেছি, সেটা দীর্ঘ সময় ধরে রাখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট তো থাকবেই। সে ক্ষেত্রে ভয়ডরহীন থাকতে হবে। তবে উল্টাপাল্টা কিছু করা যাবে না।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিন ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
কোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
৩৫ মিনিট আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১ ঘণ্টা আগেরানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
২ ঘণ্টা আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২ ঘণ্টা আগে