‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে কী করে, তা বোঝা মুশকিল। সবাইকে চমকে দিয়ে শিরোপা যেমন জিতে নেয় তারা, তেমনি সহজ সুযোগ পেয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাড়াতাড়ি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমে গেছে গ্রুপ পর্বেই। এশিয়ার দলটি তাড়াতাড়ি বাদ পড়ায় হতাশ তামিম ইকবাল।
ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল এই চার দল। একমাত্র ভারত ছাড়া বাকি দলগুলো তুলনামূলক সহজই। তবু পাকিস্তান প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি। সুপার ওভারের রোমাঞ্চে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে হারে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রানও টপকাতে পারেনি তারা। কানাডার সঙ্গে জিতে ২ পয়েন্ট পেয়েছে ঠিকই। তবে ফ্লোরিডায় বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বেজে যায় বাবর আজমদের। নিয়মরক্ষার ম্যাচে আজ ফ্লোরিডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড ম্যাচের আগে তামিম নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় হতে দেখে খারাপ লাগছে। আশা করি সামনে তারা আরও ভালো খেলবে। শহিদ আফ্রিদির মতো সিনিয়ররা পথ দেখাবেন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। মানসিকতার দিক থেকেই পাকিস্তান এবার ধরা খেয়েছে বলে মনে করছেন ইমাদ। পাকিস্তানের বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার মতে, আমাদের হারার কারণ (বিশ্বকাপে) মানসিক। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হবে এবং নতুন কিছু করতে হবে। এখানে সবকিছুই মানসিকতার ব্যাপার। অন্য দলগুলো তাদের মানসিকতা বদলেছে। তাদের থেকে পিছিয়ে আছি। কারণ, আমাদের চিন্তাভাবনা বদলায়নি।’
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে কী করে, তা বোঝা মুশকিল। সবাইকে চমকে দিয়ে শিরোপা যেমন জিতে নেয় তারা, তেমনি সহজ সুযোগ পেয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাড়াতাড়ি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমে গেছে গ্রুপ পর্বেই। এশিয়ার দলটি তাড়াতাড়ি বাদ পড়ায় হতাশ তামিম ইকবাল।
ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল এই চার দল। একমাত্র ভারত ছাড়া বাকি দলগুলো তুলনামূলক সহজই। তবু পাকিস্তান প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি। সুপার ওভারের রোমাঞ্চে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে হারে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রানও টপকাতে পারেনি তারা। কানাডার সঙ্গে জিতে ২ পয়েন্ট পেয়েছে ঠিকই। তবে ফ্লোরিডায় বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বেজে যায় বাবর আজমদের। নিয়মরক্ষার ম্যাচে আজ ফ্লোরিডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড ম্যাচের আগে তামিম নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় হতে দেখে খারাপ লাগছে। আশা করি সামনে তারা আরও ভালো খেলবে। শহিদ আফ্রিদির মতো সিনিয়ররা পথ দেখাবেন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। মানসিকতার দিক থেকেই পাকিস্তান এবার ধরা খেয়েছে বলে মনে করছেন ইমাদ। পাকিস্তানের বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার মতে, আমাদের হারার কারণ (বিশ্বকাপে) মানসিক। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হবে এবং নতুন কিছু করতে হবে। এখানে সবকিছুই মানসিকতার ব্যাপার। অন্য দলগুলো তাদের মানসিকতা বদলেছে। তাদের থেকে পিছিয়ে আছি। কারণ, আমাদের চিন্তাভাবনা বদলায়নি।’
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
৪ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উইকেট কেমন হবে, দুই দলেরই এটি এখন বড় প্রশ্ন। ঘরের মাঠের উইকেট স্বাগতিক ক্রিকেটারদের কাছে হাতের তালুর মতো চেনা হলেও মিরপুরের উইকেট নিয়ে খোদ লিটন দাসরা ধোঁয়াশায়।
১৬ মিনিট আগেঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
১৪ ঘণ্টা আগে