Ajker Patrika

অশ্বিন–সুন্দরকে দলে নেওয়ার মানে বুঝছেন না হরভজন

অশ্বিন–সুন্দরকে দলে নেওয়ার মানে বুঝছেন না হরভজন

দীর্ঘ ২০ মাস পর ভারতের ওয়ানডে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাঁর সঙ্গে আছেন এশিয়া কাপের ফাইনালে খেলা ওয়াশিংটন সুন্দরও। অবশ্য মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মূল স্কোয়াডে শুরুতে ছিলেন না সুন্দর। 

অক্ষর প্যাটেলের চোট ফাইনালে খেলার সুযোগ করে দেয় সুন্দরকে। সেই সুযোগই এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাঁকে খেলার সুযোগ করে দিচ্ছে। এই দুই অফ স্পিনারের সঙ্গে স্কোয়াডে আছেন রবীন্দ্র জাদেজা ও চায়নাম্যান কুলদীপ যাদবও। কুলদীপ অবশ্য প্রথম দুই ওয়ানডেতে নেই। কুলদীপের মতো শেষ ওয়ানডেতে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকেও। সুস্থ হলে তাঁকে একাদশে দেখা যেতে পারে। 

বর্তমানে ভারতের একাদশের নিয়মিত সদস্য জাদেজা ও কুলদীপ দলে থাকার পরও দুই অফ স্পিনার অশ্বিন ও সুন্দরকে নেওয়াটা ভারত বড় ভুল করছে বলে জানিয়েছেন হরভজন সিং। তাঁর মতে, আগের ভুল শোধরাতে গিয়ে আরেকটি বড় ভুল করতে যাচ্ছে ভারতীয় দল। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার। 

হরভজন বলেছেন, ‘প্রথমত ওয়াশিংটন সুন্দর এশিয়া কাপের মূল স্কোয়াডে ছিল না। ওকে ফাইনালের আগে ডাকা হয়েছিল। এরপর সিরিজে দ্বিতীয় অফ স্পিনার হিসেবে অশ্বিনকে নেওয়া হলো। এর অর্থ, ভারত অফ স্পিনারদের খোঁজ করছে। দলের হয়তো উপলব্ধি হয়েছে এর আগে একজনও অফ স্পিনার না নেওয়া ভুল হয়েছে। এটা ভেবে যে, যদি অনেক বাঁহাতি ব্যাটার সামনে আসে তাহলে আমাদের বোলাররা সমস্যা পড়তে পারে। তবে অহেতুক কেন দুজনকেই নেওয়া হলো। এটা আমার বোধগম্যের বাইরে। আগের ভুল শোধরাতে গিয়ে এবার বড় ভুল করতে চলেছে।’ 

ভারতের কোথায় ভুল হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন হরভজন। ভারতের সাবেক অফ স্পিনার বলেছেন, ‘দলে কখনোই তিন স্পিনার নেওয়া হবে না। সর্বোচ্চ দুজনকে নেওয়া হবে। রবীন্দ্র জাদেজা অবশ্যই খেলবে। তার সামনে যতজন বাঁহাতি ব্যাটারই থাকুক না কেন তাতে কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদব। ওর জায়গা এই মুহূর্তে কেউ নিতে পারবে না।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়েছে ভারত। বিশ্বকাপের আগে কোহলিকে বিশ্রাম দেওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর ভক্ত–সমর্থকেরা। তবে শেষ ম্যাচে তিনজনই আছেন দলে। নিয়মিত অধিনায়ক রোহিত বিশ্রামে থাকায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। ২২ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে মোহালিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত