টেস্টে ফর্মটা ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের পর অ্যাশেজের প্রথম টেস্টেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবে লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ৩ কোটি টাকা পেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
২০১৮ সালে স্পার্টান স্পোর্টস কোম্পানির সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। এই কোম্পানি ক্রীড়াসামগ্রী বানানোর জন্য অন্যতম বিখ্যাত এক কোম্পানি। তবে বিশাল ঋণের চাপে কোম্পানির ব্যবসায় ধস নামে। এরপর ২০২১ সালে ডিএসসির সঙ্গে চুক্তি করেন তিনি। তবে স্পার্টান থেকে স্পনসরশিপের টাকা পাননি ওয়ার্নার। তারপর গত বছর মামলা করেন তিনি। মামলার পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার পেয়েছেন ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ২ লাখ টাকা। গত সপ্তাহে সিডনি জেলা আদালত ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করার আদেশ দেন। বিচারত ম্যাথ্যু ডিকার স্পার্টান স্পোর্টস পরিচালনা করা দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্টকে ৩ লাখ ৮২ হাজার ৯৪০ ডলার দিতে বলেন। এছাড়া বাড়তি ৩৯৭৮৬ ডলার পাওয়ার কথা ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ম্যানেজার জেমস আর্সকাইন নিউজ কর্পকে বলেন ‘স্পার্টান এখনো টাকা পরিশোধ করেনি। ডেভিডের সঙ্গে মামলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শুধু ওয়ার্নারই নন, মাইকেল ক্লার্ক, শচীন টেন্ডুলকারও স্পার্টানের সঙ্গে চুক্তি করেন। স্পার্টানের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করেন শচীন। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের দাবি, তাঁর (শচীন) ছবি, লোগো ব্যবহার করে বিজ্ঞাপনী প্রচারণা করায় কোম্পানি থেকে ৩১ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবেন (বাংলাদেশি ৩৩ কোটি ৪১ লাখ টাকা)। পরে স্পার্টানের সঙ্গে বোঝাপড়া করেন শচীন।
টেস্টে ফর্মটা ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের পর অ্যাশেজের প্রথম টেস্টেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবে লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ৩ কোটি টাকা পেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
২০১৮ সালে স্পার্টান স্পোর্টস কোম্পানির সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। এই কোম্পানি ক্রীড়াসামগ্রী বানানোর জন্য অন্যতম বিখ্যাত এক কোম্পানি। তবে বিশাল ঋণের চাপে কোম্পানির ব্যবসায় ধস নামে। এরপর ২০২১ সালে ডিএসসির সঙ্গে চুক্তি করেন তিনি। তবে স্পার্টান থেকে স্পনসরশিপের টাকা পাননি ওয়ার্নার। তারপর গত বছর মামলা করেন তিনি। মামলার পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার পেয়েছেন ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ২ লাখ টাকা। গত সপ্তাহে সিডনি জেলা আদালত ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করার আদেশ দেন। বিচারত ম্যাথ্যু ডিকার স্পার্টান স্পোর্টস পরিচালনা করা দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্টকে ৩ লাখ ৮২ হাজার ৯৪০ ডলার দিতে বলেন। এছাড়া বাড়তি ৩৯৭৮৬ ডলার পাওয়ার কথা ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ম্যানেজার জেমস আর্সকাইন নিউজ কর্পকে বলেন ‘স্পার্টান এখনো টাকা পরিশোধ করেনি। ডেভিডের সঙ্গে মামলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শুধু ওয়ার্নারই নন, মাইকেল ক্লার্ক, শচীন টেন্ডুলকারও স্পার্টানের সঙ্গে চুক্তি করেন। স্পার্টানের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করেন শচীন। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের দাবি, তাঁর (শচীন) ছবি, লোগো ব্যবহার করে বিজ্ঞাপনী প্রচারণা করায় কোম্পানি থেকে ৩১ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবেন (বাংলাদেশি ৩৩ কোটি ৪১ লাখ টাকা)। পরে স্পার্টানের সঙ্গে বোঝাপড়া করেন শচীন।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৫ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে