Ajker Patrika

লর্ডস টেস্টের আগে ৩ কোটি টাকা পেলেন ওয়ার্নার

লর্ডস টেস্টের আগে ৩ কোটি টাকা পেলেন ওয়ার্নার

টেস্টে ফর্মটা ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের পর অ্যাশেজের প্রথম টেস্টেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবে লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ৩ কোটি টাকা পেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

২০১৮ সালে স্পার্টান স্পোর্টস কোম্পানির সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। এই কোম্পানি ক্রীড়াসামগ্রী বানানোর জন্য অন্যতম বিখ্যাত এক কোম্পানি। তবে বিশাল ঋণের চাপে কোম্পানির ব্যবসায় ধস নামে। এরপর ২০২১ সালে ডিএসসির সঙ্গে চুক্তি করেন তিনি। তবে স্পার্টান থেকে স্পনসরশিপের টাকা পাননি ওয়ার্নার। তারপর গত বছর মামলা করেন তিনি। মামলার পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার পেয়েছেন ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ২ লাখ টাকা। গত সপ্তাহে সিডনি জেলা আদালত ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করার আদেশ দেন। বিচারত ম্যাথ্যু ডিকার স্পার্টান স্পোর্টস পরিচালনা করা দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্টকে ৩ লাখ ৮২ হাজার ৯৪০ ডলার দিতে বলেন। এছাড়া বাড়তি ৩৯৭৮৬ ডলার পাওয়ার কথা ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ম্যানেজার জেমস আর্সকাইন নিউজ কর্পকে বলেন ‘স্পার্টান এখনো টাকা পরিশোধ করেনি। ডেভিডের সঙ্গে মামলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

শুধু ওয়ার্নারই নন, মাইকেল ক্লার্ক, শচীন টেন্ডুলকারও স্পার্টানের সঙ্গে চুক্তি করেন। স্পার্টানের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করেন শচীন। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের দাবি, তাঁর (শচীন) ছবি, লোগো ব্যবহার করে বিজ্ঞাপনী প্রচারণা করায় কোম্পানি থেকে ৩১ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবেন (বাংলাদেশি ৩৩ কোটি ৪১ লাখ টাকা)। পরে স্পার্টানের সঙ্গে বোঝাপড়া করেন শচীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত