Ajker Patrika

লঙ্কাতেও কাঁপাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ছবি: ফাইল ছবি
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ছবি: ফাইল ছবি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব—দুই স্টেডিয়ামেই প্রতিপক্ষকে কাঁপন ধরিয়েছে বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ ‘এ’ দল হারিয়েছে ৭ উইকেটে। আর কলম্বোর এসএসসিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০০ রানও করতে পারেনি লঙ্কার যুবারা।

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিং ধসে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে। তারপর থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ—সিরিজের এই তিন ওয়ানডেতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গে। আজ কলম্বোর এসএসসিতে পঞ্চম ওয়ানডেতেও জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ১৯৭ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ২৮ রান করেছে তামিমের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিমথ দিনসারা। দলীয় ৩৫ রানে ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের পঞ্চম বলে লঙ্কান ওপেনার বিরান চামুদিথাকে ফিরিয়ে জুটি ভাঙেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কার একটা পর্যায়ে স্কোর হয়ে যায় ২৪.৪ ওভারে ৫ উইকেটে ১১৩ রান। ষষ্ঠ উইকেটে দিনসারা ও লঙ্কান উইকেটরক্ষক আদাম হিলমি গড়েন ৩৮ রানের জুটি। এটাই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ স্কোর। ৩৩তম ওভারের তৃতীয় বলে দিনসারাকে ফিরিয়ে জুটি ভাঙেন সাদ ইসলাম। ৪৫ রান যোগ করতে তারা হারিয়েছে হাতে থাকা শেষ ৪ উইকেট। ৪৩তম ওভারের তৃতীয় বলে হিলমিকে এলবিডব্লিউ করে লঙ্কানদের ইনিংসের ইতি টানেন ফারহান শাহরিয়ার। তাতে শ্রীলঙ্কা ৪২.৩ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়।

একপ্রান্ত আগলে খেলতে থাকা হিলমির ৫৯ বলে ৫১ রানই শ্রীলঙ্কার ইনিংস সর্বোচ্চ। ৭ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের সামিউন বশির ১০ ওভারে ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন সাদ, ফারহান ও রিজান। দেবাশিষ দেবা পেয়েছেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত