Ajker Patrika

দুঃসময়ে আইসিসির শাস্তি পেল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়ে ক্রিকেট দলকে জরিমানা করেছে আইসিসি। ছবি: এএফপি
জিম্বাবুয়ে ক্রিকেট দলকে জরিমানা করেছে আইসিসি। ছবি: এএফপি

টি-টোয়েন্টিতে প্রায় দুই বছর ধরে সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। এর মধ্যে নামিবিয়া-আয়ারল্যান্ড বিপক্ষেসহ সাতটি সিরিজ হেরেছে তারা। সব শেষ টেস্ট সিরিজ জিতল ১৩ বছর আগে। ওয়ানডে সংস্করণেও সিরিজ জিতেছিল ২১ মাস আগে।

পাকিস্তানের কাছে হারের পর নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও দুই দিন আগে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। কঠিন এই দুঃসময়ের মধ্যে আফগানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দলটি। খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় জিম্বাবুয়েকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির স্লো ওভার রেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করলে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। দুই ওভার কম করায় শাস্তি দেওয়া হয়েছে ১০ শতাংশ।

গত শনিবার সিরিজ নির্ধারণী সেই ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর কাল হারারেতে শুরু হচ্ছে তাদের ওয়ানডে সিরিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত