Ajker Patrika

জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

আপডেট : ২৫ মে ২০২২, ১৯: ০২
জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের চমক দেখানো নামিবিয়া এবার দেখাল আরেক চমক। প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়েছে তারা। নিজেদের সোনালি সময় পেছনে ফেলে আসা জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাটিতে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নবাগত নামিবিয়া।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অল্পের জন্য হেরে যায় নামিবিয়া। ৭ রানের হার দিয়ে সিরিজ শুরু করে ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ম্যাচেই। তৃতীয় টি-টোয়েন্টিতে নামিবিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আবারও সিরিজে এগিয়ে যায় স্বাগতিকেরা। চতুর্থ ম্যাচে জিতলেই জিম্বাবুয়ের সিরিজ নিশ্চিত এমন সমীকরণের ম্যাচে সমতায় ফেরে সফরকারীরা। পঞ্চম টি-টোয়েন্টি তাই সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নেয়।

খেলা সম্পর্কিত আরও খবর পেতে - এখানে ক্লিক করুন

শেষ ম্যাচে ক্রিগ উইলিয়সের ৩৯ বলে ৪৮ রানের সুবাদে আগে ব্যাট করে ১২৭ রান বোর্ডে তোলে নামিবিয়া। তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রেগিস চাকাভার দল। পাওয়ারপ্লের শেষ না হতেই দলীয় ৩০ রানের আগেই হারায় ৩ উইকেট। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। এরপর নিয়মিত বিরতিতে হারায় উইকেট। শেষ পর্যন্ত ৯৫ রানে গুটিয়ে গেলে ৩২ রানের জয় পায় নামিবিয়া। আর এই জয়ে দেশের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় এক সিরিজ জয়ের স্বাদ পায় তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত