রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপক্ষীয় সিরিজ হয় না বহু বছর। ফলে দুই দলের হেভিওয়েট লড়াই দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য। আগস্টের শেষ দিকে শুরু হচ্ছে তেমনি এক বৈশ্বিক প্রতিযোগিতা— এশিয়া কাপ। ২৮ আগস্ট দুবাইয়ে লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচের ফলাফল নিয়ে এরই মধ্যে দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন।
এশিয়া কাপের ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন রিকি পন্টিংও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আইসিসির রিভিউ অনুষ্ঠানে ভবিষ্যদ্বাণী করেছেন দুই এশিয়ান চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে। নিজের কথায় কোনো ফাঁকফোকর না রেখে তিনি সরাসরি জানালেন, দুই দেশের লড়াইয়ে জিতবে ভারত। সেই সঙ্গে জানিয়েছেন, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয় এবার এশিয়া কাপ জিতবে ভারত।
মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে পাকিস্তান বেশ এগিয়ে। তবে এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৭-৫ ব্যবধানে এগিয়ে ভারত। বাকি ম্যাচটির ফল হয়নি। পন্টিং আশা করছেন, দুই দলের মধ্যে লড়াইটা ভীষণ জমবে। তবে শেষ পর্যন্ত ভারতই জিতবে বলে মত দিয়েছেন তিনি। তিনবার ওয়ানডে বিশ্বকাপজয়ী ব্যাটার বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আমি ভারতের পক্ষে বাজি ধরছি। মনে করি, এসব বলাতে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না। তারা ক্রিকেটে অবিশ্বাস্য একটি দল। দেশটির বেশ কয়েকজন সুপারস্টার ক্রিকেটার আছে।’
এশিয়া কাপের আসর যত ঘনিয়ে আসছে তত ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা বাড়ছে। ফলে দুই দেশের লড়াইয়ের রোমাঞ্চ যেন আরও বৃদ্ধি পাচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচটি নিয়ে পন্টিং বলেছেন, ‘শুধু এশিয়া কাপে নয় যেকোনো টুর্নামেন্টে ভারতকে হারানো কঠিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও যতবার কথা বলব ততবার ভারতের নাম আসবে। অন্যদের চেয়ে তাদের ব্যাটিং গভীরতা ভালো। তাই মনে করি ভারত এশিয়া কাপ জিতবে।’
আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে। এশিয়া কাপের পর্দা উঠবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে।
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপক্ষীয় সিরিজ হয় না বহু বছর। ফলে দুই দলের হেভিওয়েট লড়াই দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য। আগস্টের শেষ দিকে শুরু হচ্ছে তেমনি এক বৈশ্বিক প্রতিযোগিতা— এশিয়া কাপ। ২৮ আগস্ট দুবাইয়ে লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচের ফলাফল নিয়ে এরই মধ্যে দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন।
এশিয়া কাপের ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন রিকি পন্টিংও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আইসিসির রিভিউ অনুষ্ঠানে ভবিষ্যদ্বাণী করেছেন দুই এশিয়ান চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে। নিজের কথায় কোনো ফাঁকফোকর না রেখে তিনি সরাসরি জানালেন, দুই দেশের লড়াইয়ে জিতবে ভারত। সেই সঙ্গে জানিয়েছেন, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয় এবার এশিয়া কাপ জিতবে ভারত।
মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে পাকিস্তান বেশ এগিয়ে। তবে এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৭-৫ ব্যবধানে এগিয়ে ভারত। বাকি ম্যাচটির ফল হয়নি। পন্টিং আশা করছেন, দুই দলের মধ্যে লড়াইটা ভীষণ জমবে। তবে শেষ পর্যন্ত ভারতই জিতবে বলে মত দিয়েছেন তিনি। তিনবার ওয়ানডে বিশ্বকাপজয়ী ব্যাটার বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আমি ভারতের পক্ষে বাজি ধরছি। মনে করি, এসব বলাতে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না। তারা ক্রিকেটে অবিশ্বাস্য একটি দল। দেশটির বেশ কয়েকজন সুপারস্টার ক্রিকেটার আছে।’
এশিয়া কাপের আসর যত ঘনিয়ে আসছে তত ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা বাড়ছে। ফলে দুই দেশের লড়াইয়ের রোমাঞ্চ যেন আরও বৃদ্ধি পাচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচটি নিয়ে পন্টিং বলেছেন, ‘শুধু এশিয়া কাপে নয় যেকোনো টুর্নামেন্টে ভারতকে হারানো কঠিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও যতবার কথা বলব ততবার ভারতের নাম আসবে। অন্যদের চেয়ে তাদের ব্যাটিং গভীরতা ভালো। তাই মনে করি ভারত এশিয়া কাপ জিতবে।’
আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে। এশিয়া কাপের পর্দা উঠবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ মিনিট আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
১ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৩ ঘণ্টা আগে