ক্রীড়া ডেস্ক
ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত নিজেদের সব ম্যাচেই ফিফটি করেছেন সেদিকউল্লাহ আতাল। এর মধ্যে তিনটি ইনিংসই পেরিয়েছে ৮০। সেদিকউল্লাহর তাণ্ডবে গতকাল সেমিফাইনালে ভারতকে ৩০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান।
ইমার্জিংয়ে প্রথমবার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে আফগানরা। প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। আগামীকাল ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কার লড়াই।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্রি টার্ফ ১) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ‘এ’ দল। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে চড়ে ৪ উইকেটে ২০৬ রান তোলে তারা। ২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৮৬ রানে থেমে যায় ভারতের ইনিংস।
দুই ওপেনার জুবাইদ আকবরি ও সেদিকউল্লাহ ১৪.১ ওভারে আফগানিস্তানের স্কোরে জমা করে ১৩৭ রান। দুর্দান্ত শুরু পেয়ে আর পেছনে তাকাতে হয়নি আফগানদের। ১৫ তম ওভারের প্রথম বলে আকিব খানের শিকার হন জুবাইদ। ৪১ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।
সেদিকউল্লাহর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের আরেকটু দারুণ জুটি হয় করিম জানাতের। ১৮ তম ওভারে রসিখ সালামের বলে বোল্ড হন সেদিকউল্লাহ। ৪ ছক্কা ও ৭ চারে ৫২ বলে ৮৩ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। ২০ বলে ৪১ রানে অপরাজিত থাকেন করিম। ২০৬ রানের স্কোর গড়ে আফগানিস্তান। ভারতীয় পেসার রসিখ নিয়েছেন ৩ উইকেট।
২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ারপ্লেতে ৪৮ রানে ৩ টপ অর্ডারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। পরে আয়ুশ বাদোনি ২৪ বলে ৩১, নেহাল ওধেরা ১৪ বলে ২০, নিশাত সিন্ধু ১৩ বলে ২৩ ও রামান্দ্বীপ সিং ৩৪ বলে ৬৪ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। আফগানিস্তানের মোহাম্মদ গানজাফর ও আবদুল রহমান দুটি করে উইকেট নিয়েছেন।
ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত নিজেদের সব ম্যাচেই ফিফটি করেছেন সেদিকউল্লাহ আতাল। এর মধ্যে তিনটি ইনিংসই পেরিয়েছে ৮০। সেদিকউল্লাহর তাণ্ডবে গতকাল সেমিফাইনালে ভারতকে ৩০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান।
ইমার্জিংয়ে প্রথমবার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে আফগানরা। প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। আগামীকাল ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কার লড়াই।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্রি টার্ফ ১) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ‘এ’ দল। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে চড়ে ৪ উইকেটে ২০৬ রান তোলে তারা। ২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৮৬ রানে থেমে যায় ভারতের ইনিংস।
দুই ওপেনার জুবাইদ আকবরি ও সেদিকউল্লাহ ১৪.১ ওভারে আফগানিস্তানের স্কোরে জমা করে ১৩৭ রান। দুর্দান্ত শুরু পেয়ে আর পেছনে তাকাতে হয়নি আফগানদের। ১৫ তম ওভারের প্রথম বলে আকিব খানের শিকার হন জুবাইদ। ৪১ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।
সেদিকউল্লাহর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের আরেকটু দারুণ জুটি হয় করিম জানাতের। ১৮ তম ওভারে রসিখ সালামের বলে বোল্ড হন সেদিকউল্লাহ। ৪ ছক্কা ও ৭ চারে ৫২ বলে ৮৩ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। ২০ বলে ৪১ রানে অপরাজিত থাকেন করিম। ২০৬ রানের স্কোর গড়ে আফগানিস্তান। ভারতীয় পেসার রসিখ নিয়েছেন ৩ উইকেট।
২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ারপ্লেতে ৪৮ রানে ৩ টপ অর্ডারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। পরে আয়ুশ বাদোনি ২৪ বলে ৩১, নেহাল ওধেরা ১৪ বলে ২০, নিশাত সিন্ধু ১৩ বলে ২৩ ও রামান্দ্বীপ সিং ৩৪ বলে ৬৪ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। আফগানিস্তানের মোহাম্মদ গানজাফর ও আবদুল রহমান দুটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন—বিসিবির কার্যক্রমে গতি আনতে কিছু বিভাগ এবং সাংগঠনিক কাঠামোয় রদবদল করবেন। এবার সেই ঘোষণার বাস্তব রূপ দেখা গেল।
২ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৪৪ মিনিট আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
১ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে