Ajker Patrika

ফেসবুকে কী দেখলে সাকিবের হাসি পায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৫: ২৯
ফেসবুকে কী দেখলে সাকিবের হাসি পায়

রাজনীতি, ব্যবসা, খেলা, পরিবার—বাংলাদেশে সবই একসঙ্গে সামলাতে হয় সাকিব আল হাসানকে। এত ব্যস্ততায় সামাজিক মাধ্যমে খুব বেশি সময় দেওয়ার সুযোগ হয় না এই অলরাউন্ডারের। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলা আলোচনা-সমালোচনা সেভাবে দেখা হয় না তাঁর। তবে সাকিব জানিয়েছেন, আমেরিকায় থাকলে এসব আলোচনা চোখে পড়ে তাঁর। কারণ, সেখানে থাকলে ফেসবুকেই বেশি সময় কাটানো হয় সাকিবের।

যুক্তরাষ্ট্র থেকে দ্রুতই দেশে ফেরার কথা সাকিবের। দেশে ফিরে ডিপিএলের সুপার লিগ খেলতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেওয়ার কথা তাঁর। তবে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচে বাংলাদেশ দল পাবে না তাঁকে। এ ব্যাপারে চলছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব আজ বললেন, ‘আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়, মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়েরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সেই প্রস্তুতিটা নিতে পারি।’ 

সাকিব জানিয়েছেন, অবশ্যই তিনি জিম্বাবুয়ে সিরিজ খেলবেন। তাঁকে নিয়ে চলা এসব আলোচনাকে বললেন অবান্তর, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা দ্বিধা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। তারপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছেন—দুটো না, তিনটা ম্যাচ খেলো। তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি, সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত দ্বিধা দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’ 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত