নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কদিন আগে শেষ হওয়া জাতীয় লিগে দারুণ এক সেঞ্চুরির সৌজন্যে তুষার ইমরানের পাশে বসেছিলেন নাঈম ইসলাম। এবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে অসাধারণ এক সেঞ্চুরিতে তুষারকে ছাড়িয়ে গেছেন অভিজ্ঞ ব্যাটার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৩টি সেঞ্চুরি এখন নাঈমের। সিলেটে তাঁর সেঞ্চুরির কল্যাণে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৫৬ রান তুলেছে মধ্যাঞ্চল। ১৭৫ বলে ১০৩ রানে অপরাজিত আছেন তিনি।
টস জিতে মধ্যাঞ্চলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উত্তরাঞ্চল। নাহিদ রানা ও মুশফিক হাসানের তোপে ১১ রানে দুই ওপেনার রনি তালুকদার ও নাঈম শেখের উইকেট হারায় তারা। মাঝে তাইবুর রহামান ৪০ ও শহিদুল ইসলাম ৪৭ রানের দুটি ইনিংস খেললেও সেভাবে সঙ্গ পাচ্ছিলেন না নাঈম।
দিনের ৫৯ তম ওভারে পেসার নাহিদের ফুল টস বল লেগ সাইডে খেলে সহজেই দুই রান রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ তম সেঞ্চুরি পূর্ণ করেন নাঈম। ছাড়িয়ে গেলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। ৩২টি সেঞ্চুরি ছিল তুষারের।
মাঠে নামার আগে অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার কোনো চিন্তাভাবনা ছিল না নাঈমের। উচ্ছ্বসিত নাঈম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমার নামের পাশে এমন একটি রেকর্ড, অনেক ভালো লাগছে। আসলে মাঠে নামার আগে আমার এমন কোনো কিছু মাথায় ছিল না। নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৩৮৩ রান নাঈমের। তাঁর চেয়ে বেশি রান শুধু তুষারের ১১৯৭২। নাঈমের সামনে সর্বোচ্চ রানের রেকর্ডটিও হুমকির মুখে। তবে নাইমের রেকর্ড ভাঙার কোনো পরিকল্পনা নেই, যদি হয়ে যায় সেটি ভিন্ন ব্যাপার। নাঈম বললেন, ‘না, আমার ওইরকম কোনো পরিকল্পনা নেই। আরো খেলে যেতে চাই। যদি হয়ে যায়, সেটা তো ভিন্ন ব্যাপার। আলহামদুলিল্লাহ ফিটনেস ভালো আছে, আরও অনেক দিন খেলে যেতে চাই। এটাই আসার লক্ষ্য।
নাইমের সেঞ্চুরির দিনে আক্ষেপে পুড়েছেন পূর্বাঞ্চলের পারভেজ হোসেন ইমন। ৯০ রানে আউট হয়েছেন দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে পূর্বাঞ্চলকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণাঞ্চল। দুই ওপেনার সৈকত আলী ও ইমন ১৫৮ রানের দুর্দান্ত শুরু এনে দেন তাদের। ৭৭ করে আউট হন সৈকত। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় তারা। দিন শেষে স্কোরে ৫ উইকেটে ২৪২ রান জমা করেছে পূর্বাঞ্চল।
কদিন আগে শেষ হওয়া জাতীয় লিগে দারুণ এক সেঞ্চুরির সৌজন্যে তুষার ইমরানের পাশে বসেছিলেন নাঈম ইসলাম। এবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে অসাধারণ এক সেঞ্চুরিতে তুষারকে ছাড়িয়ে গেছেন অভিজ্ঞ ব্যাটার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৩টি সেঞ্চুরি এখন নাঈমের। সিলেটে তাঁর সেঞ্চুরির কল্যাণে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৫৬ রান তুলেছে মধ্যাঞ্চল। ১৭৫ বলে ১০৩ রানে অপরাজিত আছেন তিনি।
টস জিতে মধ্যাঞ্চলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উত্তরাঞ্চল। নাহিদ রানা ও মুশফিক হাসানের তোপে ১১ রানে দুই ওপেনার রনি তালুকদার ও নাঈম শেখের উইকেট হারায় তারা। মাঝে তাইবুর রহামান ৪০ ও শহিদুল ইসলাম ৪৭ রানের দুটি ইনিংস খেললেও সেভাবে সঙ্গ পাচ্ছিলেন না নাঈম।
দিনের ৫৯ তম ওভারে পেসার নাহিদের ফুল টস বল লেগ সাইডে খেলে সহজেই দুই রান রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ তম সেঞ্চুরি পূর্ণ করেন নাঈম। ছাড়িয়ে গেলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। ৩২টি সেঞ্চুরি ছিল তুষারের।
মাঠে নামার আগে অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার কোনো চিন্তাভাবনা ছিল না নাঈমের। উচ্ছ্বসিত নাঈম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমার নামের পাশে এমন একটি রেকর্ড, অনেক ভালো লাগছে। আসলে মাঠে নামার আগে আমার এমন কোনো কিছু মাথায় ছিল না। নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৩৮৩ রান নাঈমের। তাঁর চেয়ে বেশি রান শুধু তুষারের ১১৯৭২। নাঈমের সামনে সর্বোচ্চ রানের রেকর্ডটিও হুমকির মুখে। তবে নাইমের রেকর্ড ভাঙার কোনো পরিকল্পনা নেই, যদি হয়ে যায় সেটি ভিন্ন ব্যাপার। নাঈম বললেন, ‘না, আমার ওইরকম কোনো পরিকল্পনা নেই। আরো খেলে যেতে চাই। যদি হয়ে যায়, সেটা তো ভিন্ন ব্যাপার। আলহামদুলিল্লাহ ফিটনেস ভালো আছে, আরও অনেক দিন খেলে যেতে চাই। এটাই আসার লক্ষ্য।
নাইমের সেঞ্চুরির দিনে আক্ষেপে পুড়েছেন পূর্বাঞ্চলের পারভেজ হোসেন ইমন। ৯০ রানে আউট হয়েছেন দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে পূর্বাঞ্চলকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণাঞ্চল। দুই ওপেনার সৈকত আলী ও ইমন ১৫৮ রানের দুর্দান্ত শুরু এনে দেন তাদের। ৭৭ করে আউট হন সৈকত। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় তারা। দিন শেষে স্কোরে ৫ উইকেটে ২৪২ রান জমা করেছে পূর্বাঞ্চল।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৪ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৪ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৫ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৫ ঘণ্টা আগে