Ajker Patrika

ওয়ার্নারের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিনেই চাপে পাকিস্তান

ওয়ার্নারের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিনেই চাপে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্টকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদায়ী সিরিজ তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। যত আলোচনা, সমালোচনা হোক, সবকিছুকেই ওয়ার্নার যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন তাঁর পারফরম্যান্সে। পার্থে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই গড়েছেন রেকর্ড গড়া সেঞ্চুরি। তাতেই প্রথম দিনে চাপে পড়ে গেছে পাকিস্তান। 

প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলতে থাকে স্বাগতিকেরা। ইনিংসের প্রথম ওভার করতে আসা শাহিন শাহ আফ্রিদির ওভার থেকেই ১৪ রান নিয়ে নেয় অস্ট্রেলিয়া। সেই ওভারে দুই চার মারেন উসমান খাজা। ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে অজিরা করে ৭৪ রান। খাজা টেস্টসুলভ ব্যাটিং করলেও ওয়ার্নার আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১৫ তম ওভার বোলিংয়ে আসা ফাহিম আশরাফকে তিনটি চার মারেন ওয়ার্নার। যেখানে ওভারের পঞ্চম বলে ফাহিমকে চার মেরে ওয়ার্নার তুলে নেন টেস্টের ৩৭ তম ফিফটি। ফিফটি করতে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের লেগেছে ৪১ বল। 

ছন্দে থাকা ওয়ার্নারের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিল পাকিস্তান। তবে পাকিস্তান তাঁর উইকেট নিতে পারেনি। ২০ তম ওভারের প্রথম বলে শাহিন যখন ওয়ার্নারের বিপক্ষে আপিল করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিলে তা নষ্ট হয় পাকিস্তানের। এরপর ২২ তম ওভারের দ্বিতীয় বলে শাহিনকে লং লেগের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা মারেন ওয়ার্নার। ওয়ার্নার-খাজা উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৮১ বলে ১২৬ রান। ৩০ তম ওভারের চতুর্থ বলে খাজাকে পাকিস্তান উইকেটরক্ষক সরফরাজ আহমেদের তালুবন্দী করেন শাহিন। ৯৮ বলে ৬ চারে ৪১ রান করেন খাজা। 

উদ্বোধনী জুটি ভাঙার পর যে-ই এসেছেন, ওয়ার্নার তাঁর সঙ্গেই জুটি বেঁধেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে মারনাস লাবুশেনের সঙ্গে ৪৮ বলে ৩৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়ার্নার। ৩৮ তম ওভারের প্রথম বলে লাবুশেনকে এলবিডব্লু করে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। এই জুটি ভাঙার পর ওয়ার্নার তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪৩ তম ওভারের পঞ্চম বলে আমির জামালকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ২৬ তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের এটা তাঁর ৬ষ্ঠ সেঞ্চুরি। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেলের পাশে বসলেন ওয়ার্নার। 

সেঞ্চুরির পর দ্রুতই আউট হতে পারতেন ওয়ার্নার। ৪৮ তম ওভারের তৃতীয় বলে আগা সালমানকে মিড অন দিয়ে উড়িয়ে মারতে চান ওয়ার্নার। খুররম শেহজাদ সহজ ক্যাচ তো ছেড়েছেন, সেটাকে চার বানিয়ে দিয়েছেন। তৃতীয় উইকেটে স্মিথের সঙ্গে ১১৬ বলে ৭৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ওয়ার্নার। ৩১ রান করা স্মিথকে ফিরিয়ে জুটি ভেঙেছেন শেহজাদ। জীবন পাওয়া ওয়ার্নার এরপর ট্রাভিস হেডের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ বলে ৬৬ রানের জুটি গড়তে অবদান রাখেন। ৫৩ বলে ৬ চারে ৪০ রান করা হেডকে ফিরিয়েছেন জামাল। ওয়ার্নার শেষ পর্যন্ত ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় খেলেছেন ১৬৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন জামাল। প্রথম দিনে ৮৪ ওভার খেলা হলে অস্ট্রেলিয়া করেছে ৫ উইকেটে ৩৪৬ রান। মিচেল মার্শ ১৫ রানে ব্যাটিং করছেন ও উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি অপরাজিত আছেন ১৪ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত