ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের শুরু থেকেই ভারতের বিরুদ্ধে পিচ নিয়ে অভিযোগ ছিল অনেকের। গতকাল তো বড় এক বোমাই ফাটিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। আইসিসির অনুমতি না নিয়ে ভারত সেমিফাইনালের পিচ পরিবর্তন করেছে বলে এক বিশেষ প্রতিবেদন করেছে সংবাদমাধ্যমটি।
স্পিনাররা যেন সুবিধা পান, তাই ব্যবহৃত পিচে ভারত ম্যাচ নিয়েছে। কিন্তু নিউজিল্যান্ডকে হারানোর ম্যাচে দেখা যায় তেমন কোনো সুবিধাই পাননি দুই দলের স্পিনাররা। তাই পিচ পরিবর্তন নিয়ে যাঁরা কথা বলছেন, তাঁদের ধুয়ে দিয়েছেন সুনীল গাভাস্কার। অভিযোগকারীদের ‘নির্বোধ’ বলে সম্বোধন করেছেন ভারতীয় কিংবদন্তি।
গতকাল কিউইদের ৭০ রানে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। ম্যাচ শেষ হওয়ার পরেই পিচ নিয়ে অভিযোগকারীদের উদ্দেশে গাভাস্কার বলেছেন, ‘যেসব নির্বোধ বলছেন যে পিচ ভারতীয় স্পিনারদের সুবিধার্থে পরিবর্তন করা হয়েছে, আশা করি তারা চুপ করে থাকবেন। এটা আজেবাজে কথা। দুই দলের জন্য সমান ছিল।’
মেইল অনলাইনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, ভারত যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে আহমেদাবাদের পিচও পরিবর্তন করা হতে পারে। এ নিয়ে বলতে গিয়ে গাভাস্কার বলেছেন, ‘পিচ নিয়ে আজেবাজে কথা বন্ধ করুন। যখন দ্বিতীয় সেমিফাইনালই শেষ হলো না, তখন দেখি অনেকে আহমেদাবাদের পিচের বিষয়েও কথা বলা শুরু করে দিয়েছেন।’
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত-নিউজিল্যান্ডের শেষ চারের ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেটে হওয়ার কথা। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা এখানে। কিন্তু ভারত স্পিনসহায়ক পিচের সুবিধা নেওয়ার জন্য ৬ নম্বর উইকেট পছন্দ করেছে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে। আর ফাইনালের জন্য আহমেদাবাদের ৫ নম্বর উইকেট সুপারিশ করা হয়েছে। কিন্তু ৫ নম্বরে না হয়ে ৬ নম্বর উইকেটে হতে পারে বলে জানা গেছে।
বিশ্বকাপের শুরু থেকেই ভারতের বিরুদ্ধে পিচ নিয়ে অভিযোগ ছিল অনেকের। গতকাল তো বড় এক বোমাই ফাটিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। আইসিসির অনুমতি না নিয়ে ভারত সেমিফাইনালের পিচ পরিবর্তন করেছে বলে এক বিশেষ প্রতিবেদন করেছে সংবাদমাধ্যমটি।
স্পিনাররা যেন সুবিধা পান, তাই ব্যবহৃত পিচে ভারত ম্যাচ নিয়েছে। কিন্তু নিউজিল্যান্ডকে হারানোর ম্যাচে দেখা যায় তেমন কোনো সুবিধাই পাননি দুই দলের স্পিনাররা। তাই পিচ পরিবর্তন নিয়ে যাঁরা কথা বলছেন, তাঁদের ধুয়ে দিয়েছেন সুনীল গাভাস্কার। অভিযোগকারীদের ‘নির্বোধ’ বলে সম্বোধন করেছেন ভারতীয় কিংবদন্তি।
গতকাল কিউইদের ৭০ রানে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। ম্যাচ শেষ হওয়ার পরেই পিচ নিয়ে অভিযোগকারীদের উদ্দেশে গাভাস্কার বলেছেন, ‘যেসব নির্বোধ বলছেন যে পিচ ভারতীয় স্পিনারদের সুবিধার্থে পরিবর্তন করা হয়েছে, আশা করি তারা চুপ করে থাকবেন। এটা আজেবাজে কথা। দুই দলের জন্য সমান ছিল।’
মেইল অনলাইনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, ভারত যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে আহমেদাবাদের পিচও পরিবর্তন করা হতে পারে। এ নিয়ে বলতে গিয়ে গাভাস্কার বলেছেন, ‘পিচ নিয়ে আজেবাজে কথা বন্ধ করুন। যখন দ্বিতীয় সেমিফাইনালই শেষ হলো না, তখন দেখি অনেকে আহমেদাবাদের পিচের বিষয়েও কথা বলা শুরু করে দিয়েছেন।’
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত-নিউজিল্যান্ডের শেষ চারের ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেটে হওয়ার কথা। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা এখানে। কিন্তু ভারত স্পিনসহায়ক পিচের সুবিধা নেওয়ার জন্য ৬ নম্বর উইকেট পছন্দ করেছে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে। আর ফাইনালের জন্য আহমেদাবাদের ৫ নম্বর উইকেট সুপারিশ করা হয়েছে। কিন্তু ৫ নম্বরে না হয়ে ৬ নম্বর উইকেটে হতে পারে বলে জানা গেছে।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে