Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে কেন ডিআরএস থাকছে না

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ডিআরএস থাকছে না। ছবি: ফাইল ছবি
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ডিআরএস থাকছে না। ছবি: ফাইল ছবি

ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশ সিরিজে। আগামীকাল থেকে লাহোরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এই সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানায়, ব্যয় সংকটের কারণে এবং সিরিজটি নিয়ে সামগ্রিকভাবে আগ্রহের অভাব থাকায় বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হবে না। সূত্রটি বলেছে, ‘এই সিরিজে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করাটা বোর্ড বা সম্প্রচারকদের জন্য ব্যয়সাপেক্ষ ও কার্যকর নয়।’

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরের অংশে পিসিবি ও সম্প্রচারকারীরা ডিআরএস প্রযুক্তি ব্যবহার করেনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ভারত-পাকিস্তানের সংঘাতের পর ডিআরএস চালানোর কর্মীরা আর পাকিস্তানে ফেরেননি। এই কর্মীদের বেশির ভাগই নাকি আবার ভারতীয়।

বাংলাদেশ দল এই সফরে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না। অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলার সময় আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন। এ ছাড়া নিরাপত্তাজনিত কারণে নাহিদ রানা সফর থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত