Ajker Patrika

ভারত কী চিন্তা করছে, সেটা বলতে পারছেন না শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪৫
Thumbnail image

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের রেশ এখনো কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সেটা নিয়ে কি এখনো বসে থাকলে চলবে বাংলাদেশের! ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের মিশনে নাজমুল হোসেন শান্তরা নামছেন এ সপ্তাহেই। 

ভারতের উদ্দেশে উড়াল দিতে আজ বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা নামতেই সংবাদকর্মীদের ক্যামেরার লেন্স ঘিরে ধরে তাঁদের। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে শান্তকে কথা বলতে হয়েছে সাংবাদিকদের সঙ্গে। যেখানে প্রশ্ন করা হয়েছে, ‘সবশেষ ভারত সফরে (২০১৯ সালে) বাংলাদেশের ৪০ উইকেটের ৩৫ উইকেটই (আসলে ৩৩) তুলে নিয়েছেন ভারতের পেসাররা। এবার ভারত কোন কৌশলে এগোতে পারে বলে মনে করেন?’ প্রশ্নটা যে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট নিয়েই করা, সেটা বুঝতে কারও বাকি থাকার কথা নয়। যেখানে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, চেন্নাইয়ে হতে যাওয়া প্রথম টেস্টে লাল মাটির পিচে থাকবে ঘাসও।

পেস না স্পিনের লড়াই দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজে, সেটার উত্তর শান্ত দিয়েছেন একটু কৌশলে। কারণ ভারতের পেস আক্রমণে মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা থাকছেন। পাশাপাশি রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনাররা নিজেদের কন্ডিশনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন সেটা কারও অজানা নয়। সাংবাদিকদের বিমানবন্দরে শান্ত বলেছেন, ‘তারা (ভারত) কী চিন্তা করছে, সেটা তো আমি বলতে পারব না। তবে আপনি যেটা বললেন আমাদের স্পিন এবং পেস দুটিই ভালো অবস্থানে আছে। এখন যদি ওই (ভারত) দলের সঙ্গে তুলনা করেন, অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা তুলনামূলক পেছনে আছে।’ 

পাকিস্তান সিরিজে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। যেখানে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ-সেরা হয়েছিলেন মিরাজ। মুশফিকুর রহিম, লিটনও সেখানে (রাওয়ালপিন্ডিতে) করেন সেঞ্চুরি। ভারত সিরিজেও তাই সতীর্থদের ওপর ভরসা রয়েছে শান্তর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা আছে। যেকোনো কন্ডিশনে বল করার সামর্থ্য রয়েছে। তো আমি এতটুকু বলতে পারি, পেসার, স্পিনার, ব্যাটার যারা খেলবেন এই সিরিজটা, প্রত্যেকে শতভাগ দেবেন। আমার বিশ্বাস, পাঁচ দিন যদি ভালো ক্রিকেট খেলতে পারি, রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।’

স্পিন-পেসের পাশাপাশি ভারতের ব্যাটিং লাইনআপও শক্তিশালী। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞদের পাশাপাশি শুবমান গিল, যশস্বী জয়সওয়ালের মতো তরুণরা আছেন। যেখানে জয়সওয়াল টেস্টে তাঁর সবশেষ দুই সেঞ্চুরির দুটিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন। কোহলি আট মাস পর টেস্ট খেলতে নামলেও বাংলাদেশকে পেলে যে কতটা ভয়ংকর হয়ে ওঠেন, সেটা যে সবারই জানা। শান্ত তাই ভারতকে এগিয়ে রাখছেন,‘স্কিলের দিক থেকে আমরা হয়তো কাছাকাছি আছি। তবে অভিজ্ঞতার দিক থেকে তাদের (ভারত) আমি একটু এগিয়ে রাখব। প্রতিটি সিরিজ একেকটা সুযোগ। আমরা দুটো টেস্ট জয়ের জন্য খেলব।জেতার জন্য যেসব প্রক্রিয়া দরকার, সেগুলো করার চেষ্টা করব। কাজগুলো আমরা ঠিকঠাক করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত