Ajker Patrika

সাকিবকে নিয়ে কী বললেন নবী

সাকিবকে নিয়ে কী বললেন নবী

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। দুবাইয়ে এই দুই দলের ম্যাচ দিয়েই উদ্বোধন হচ্ছে ১৫ তম এশিয়া কাপের। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে আজ কথা বলেছেন মোহাম্মদ নবী। সেখানেই প্রসঙ্গক্রমে সাকিব আল হাসানকে নিয়ে নিজের ভাবনা জানান এই আফগান অলরাউন্ডার।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে নবীর। দুজনের চেনাজানা তাই বেশ আগে থেকেই। প্রতিপক্ষ হিসেবেও সাকিবকে অনেকবারই পেয়েছেন নবী। সাকিবকে নিয়ে এই আফগান অলরাউন্ডার বলেন, 'সাকিব নতুন না, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার। এক নাম্বার অলরাউন্ডার এবং বাংলাদেশের সেরা ক্রিকেটার। সে আগেও অধিনায়ক ছিল, বড় টুর্নামেন্টে আবার অধিনায়ক। সে দলের হয়ে সব সময় বড় ভূমিকা রাখে।'

শ্রীলঙ্কার পর আফগানদের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বেশ বাজে সময় পার করছে বাংলাদেশ। এশিয়া কাপে তাই দলের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে। তবু শ্রীলঙ্কার মতো বাংলাদেশকে নিয়েও সতর্ক নবী। তিনি বলেন, 'বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই শক্তিশালী। আরব আমিরাতে তাদের খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমরা ধাপে ধাপে এগোতে চাই। আশা করি আমরা দ্বিতীয় রাউন্ডে (সুপার ফোরে) উঠতে পারব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত