Ajker Patrika

গতির ছক কষছে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
গতির ছক কষছে শ্রীলঙ্কা

ঢাকা: কাতুনায়েকের প্রস্তুতি ম্যাচে যে ব্যাটসম্যানই সুযোগ পেয়েছেন, তিনিই পেয়েছেন রানের দেখা। গত দুদিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি মন্দ হয়নি। বোলারদের প্রস্তুতিটাও যে একেবারে খারাপ হয়েছে, সেটিও বলা যাবে না। প্রথম দিন ম্লাণ থাকলেও কাল শেষ দিনে আলো ছড়িয়েছেন স্পিনাররা।

দুদিনের প্রস্তুতি ম্যাচে স্পিনাররা ভালো বোলিং করলেও অস্বস্তি বাড়িয়েছেন পেসাররা। সাত পেসার দুদিনে উইকেট পেয়েছেন ১টি। সতীর্থদের আউট করতে গিয়েই পেসারদের এই দশা! করুনারত্বে–চান্দিমালদের আটকাবেন কী করে?

প্রস্তুতি ম্যাচে পেসারদের পারফরম্যান্স ভাবাচ্ছে আরও একটি কারণে। লঙ্কানরা এরই মধ্যে ‘ঘোষণা’ দিয়ে রেখেছে, গতির ঝড়েই মুমিনুলদের ঘায়েল করতে চান তাঁরা। এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও লঙ্কান সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদ সে ইঙ্গিতই দিয়েছে।

নিজেদের হাতে ভালো স্পিনার থাকার পরেও শ্রীলঙ্কার পেসারদের ওপর বেশি ভরসা রাখছে। লঙ্কান সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশের ব্যাটসম্যানেরা স্পিনের বিপক্ষেই বেশি ভালো খেলেন। তাঁদের বোতলবন্দি করে রাখতে গতিই সেরা উপায়। করোনা আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা লাহিরু কুমারাকে ফেরানো না কি এ কারণেই। দলে সুরঙ্গা লাকমাল–বিশ্ব ফার্নান্দো, দুশমন্তো চামারা আর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস তো আছেনই।

শ্রীলঙ্কার উইকেট মানেই স্পিনবান্ধব–এবার এ কৌশল থেকে সরে আসার পেছনে আরও কয়েকটি কারণ থাকতে পারে। হেরাথ–পরবর্তী লঙ্কানদের স্পিন বিভাগের বড় মুখ হয়ে ওঠা বাঁহাতি স্পিনার এমবুলদুনিয়া চোটে পড়ে নেই সিরিজে। সর্বশেষ সিরিজে লাকমালসহ অন্য পেসারাও দুর্দান্ত বোলিংও করেছেন। বাংলাদেশ দলে নেই মোস্তাফিজুর রহমান। তামিমদের বিপক্ষে ভালো পেস আক্রমণ নিয়ে নামাটাই যৌক্তিক মনে করছে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট।

অবশ্য মুরালিধরনের শহরের মাঠ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরাবরই ঘূর্ণিজাদু দেখা গেছে। এখন গুঞ্জন যদি সত্যি হয়, পাল্লেকেলেতে পেসসহায়ক উইকেটে খেলা হলে বাংলাদেশ সিরিজ শুরু করবে একটু পিছিয়ে থেকেই।

টেস্টে বাংলাদেশের পেসাররা সব সময়ই দুই কদম পিছিয়ে। ক্রিকেটের বড় সংস্করণে গত দুই বছরে অস্ট্রেলিয়ান পেসাররাই বেশি সফল। ৯ টেস্টে অজিদের ৭ পেসার পেয়েছেন ১১৫ উইকেট। সেখানে ৬ টেস্ট খেলে বাংলাদেশের ৬ পেসার পেয়েছেন ৩৩ উইকেট। ১০ টেস্টে শ্রীলঙ্কান ১০ পেসারের শিকার ৭১ উইকেট। লাকমালদের চেয়ে আবু জায়েদরা অবশ্য একটু দ্রুত উইকেট তুলে নিতে পেরেছেন। প্রতি উইকেট পেতে বাংলাদেশের পেসারদের যেখানে অপেক্ষা করতে হয়েছে ৫৯.৫ বল, সেখানে লঙ্কান পেসারদের অপেক্ষা ৭০ বলের। বাংলাদেশ দলে ৭ পেসারের ৩ জনের এখনো টেস্টই খেলা হয়নি।

দলে থাকা তাসকিন আহমেদ আর ইবাদত হোসেনের ওপর আস্থা রাখার উপায় নেই। বাংলাদেশের পেস আক্রমণে বড় ভরসা আবু জায়েদ। একজনের ওপর ভরসা করে বাংলাদেশের পেসআক্রমণ কত দূর এগোতে পারবে, সেটিই প্রশ্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত