Ajker Patrika

‘২০০’ হজমে ভারতের অর্ধেক বাংলাদেশ

‘২০০’ হজমে ভারতের অর্ধেক বাংলাদেশ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ শুধু রাইলি রুশোর ইনিংসের সঙ্গেও পেরে ওঠেনি। মাত্র ১০১ রানে অলআউট হয় সাকিব আল হাসানরা। যেখানে রুশো একাই খেলেছেন ১০৯ রানের ইনিংস!

মূলত ‘কলপ্যাক’ চুক্তি থেকে বেরিয়ে আসা রুশোর রুদ্র রূপে চলতি বছরে টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো প্রতিপক্ষের ‘ডাবল সেঞ্চুরি’ দেখল বাংলাদেশ। 

গত জুলাইয়ে হারারেতে সিকান্দার রাজার তাণ্ডবে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রান করেছিল জিম্বাবুয়ে। চলতি বছরে টি-টোয়েন্টিতে সেটি ছিল বাংলাদেশের বিপক্ষে প্রথম ‘২০০’ কিংবা এর চেয়ে বেশি রানের ইনিংসের দেখা।

বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ব্যাটে নিউজিল্যান্ড ২০৮ রান করেছিল সাকিবদের বিপক্ষে। আজ সিডনিতে প্রোটিয়ারা দেখিয়ে দিল– ২০৫।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই বছর ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ২০০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলেছে প্রতিপক্ষ দলগুলো। রোহিত শর্মাদের বিপক্ষে ৬ ইনিংসে ২০০-এর বেশি রান তুলেছে দলগুলো। সে হিসেবে ২০০ হজমে এখনো ভারতের অর্ধেক বাংলাদেশ।

এক্ষেত্রে টিম ইন্ডিয়ার সমকক্ষ হয়ে আছে আইসিসির সহযোগী দেশ বুলগেরিয়া। দলটির বিপক্ষেও ৬ ইনিংসে ২০০ করেছে বিপক্ষ দলগুলো। আর ইংল্যান্ডের বিপক্ষে চারটি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ইনিংসে অন্তত ২০০ রান করেছে প্রতিপক্ষ।

চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৯টি ২০০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস হয়েছে। সর্বোচ্চ ইনিংসটি হচ্ছে– ২৫৮ রান। বুলগেরিয়ার বিপক্ষে ইনিংসটি খেলেছে চেক প্রজাতন্ত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত