এই পাকিস্তানকে থামাবে কে? ভারত-নিউজিল্যান্ড-আফগানিস্তান পারেনি, তুলনায় সহজ প্রতিপক্ষ নামিবিয়াও পারেনি। পাকিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্যটা বেশ বড়ই ছিল বিশ্বকাপের নবাগত দলটির জন্য। শেষ পর্যন্ত লড়াই করেও পেরে ওঠেনি তারা। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরেছে নামিবিয়া। টানা চার জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখল বাবর আজমের দল।
লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। আট রানের প্রথম উইকেট হারায় তারা। হাসান আলীর বলে বোল্ড হয়ে ফেরেন মাইকেল ফন লিনগেন (৪)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন স্টিভেন বার্ড আর ক্রেগ উইলিয়ামস। এই দুজনের জুটি ভাঙে বার্ডের রানআউটে (২৯)। বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসের সঙ্গী হয়ে উইকেটে আসা গেরহার্ড এরাসমাস। ১০ বলে সমান একটি করে চার-ছক্কায় ১৫ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন তিনি।
এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। একপ্রান্তে হারের ব্যবধান কমিয়েছেন নামিবিয়াকে সুপার টুয়েলভে তোলার নায়ক ভিসে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নামিবিয়া করে ১৪৪ রান। তিন চার আর দুই ছক্কায় ভিসে অপরাজিত থাকেন ৩১ বলে ৪৩ রানে।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ধীরস্থির শুরু করে পাকিস্তান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তোলেন দুই ওপেনার বাবর আর মোহাম্মদ রিজওয়ান। বাবরের চেয়ে একটু বেশি ধীরে এগিয়েছেন রিজওয়ান। তবে শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে পাকিস্তানের বড় স্কোরের পথে বড় ভূমিকা রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার। দারুণ ছন্দে থাকা এই দুই ব্যাটার হতাশাই বাড়িয়েছেন নামিবিয়ান বোলারদের।
প্রথম উইকেটের দেখা মেলে ইনিংসের ১৫ তম ওভারে। ডেভিড ভিসের বলে ডিপ মিডউইকেটে ইয়ান ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর (৭০)। পাকিস্তান অধিনায়কের ১৪২.৮৬ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল আটটি চারে। বাবরের বিদায়ের পর দ্রুত ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এবার উইকেটের খাতায় নাম ওঠে ফ্রাইলিঙ্কের। দ্রুত দুই উইকেট তুলে নিলেও রানের গতি কমাতে পারেনি নামিবিয়া।
মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে নামিবিয়ান বোলারদের ওপর ঝড় বইয়ে দেন রিজওয়ান। ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হাফিজ। ৫০ বলে ৭৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ১৩০ রান।
এই পাকিস্তানকে থামাবে কে? ভারত-নিউজিল্যান্ড-আফগানিস্তান পারেনি, তুলনায় সহজ প্রতিপক্ষ নামিবিয়াও পারেনি। পাকিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্যটা বেশ বড়ই ছিল বিশ্বকাপের নবাগত দলটির জন্য। শেষ পর্যন্ত লড়াই করেও পেরে ওঠেনি তারা। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরেছে নামিবিয়া। টানা চার জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখল বাবর আজমের দল।
লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। আট রানের প্রথম উইকেট হারায় তারা। হাসান আলীর বলে বোল্ড হয়ে ফেরেন মাইকেল ফন লিনগেন (৪)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন স্টিভেন বার্ড আর ক্রেগ উইলিয়ামস। এই দুজনের জুটি ভাঙে বার্ডের রানআউটে (২৯)। বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসের সঙ্গী হয়ে উইকেটে আসা গেরহার্ড এরাসমাস। ১০ বলে সমান একটি করে চার-ছক্কায় ১৫ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন তিনি।
এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। একপ্রান্তে হারের ব্যবধান কমিয়েছেন নামিবিয়াকে সুপার টুয়েলভে তোলার নায়ক ভিসে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নামিবিয়া করে ১৪৪ রান। তিন চার আর দুই ছক্কায় ভিসে অপরাজিত থাকেন ৩১ বলে ৪৩ রানে।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ধীরস্থির শুরু করে পাকিস্তান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তোলেন দুই ওপেনার বাবর আর মোহাম্মদ রিজওয়ান। বাবরের চেয়ে একটু বেশি ধীরে এগিয়েছেন রিজওয়ান। তবে শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে পাকিস্তানের বড় স্কোরের পথে বড় ভূমিকা রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার। দারুণ ছন্দে থাকা এই দুই ব্যাটার হতাশাই বাড়িয়েছেন নামিবিয়ান বোলারদের।
প্রথম উইকেটের দেখা মেলে ইনিংসের ১৫ তম ওভারে। ডেভিড ভিসের বলে ডিপ মিডউইকেটে ইয়ান ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর (৭০)। পাকিস্তান অধিনায়কের ১৪২.৮৬ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল আটটি চারে। বাবরের বিদায়ের পর দ্রুত ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এবার উইকেটের খাতায় নাম ওঠে ফ্রাইলিঙ্কের। দ্রুত দুই উইকেট তুলে নিলেও রানের গতি কমাতে পারেনি নামিবিয়া।
মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে নামিবিয়ান বোলারদের ওপর ঝড় বইয়ে দেন রিজওয়ান। ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হাফিজ। ৫০ বলে ৭৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ১৩০ রান।
সাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে । ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১ মিনিট আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
৩ ঘণ্টা আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
৩ ঘণ্টা আগে