Ajker Patrika

ইংল্যান্ড সফরেই রানে ফিরবেন কোহলি, বললেন আজহারউদ্দিন 

আপডেট : ০৩ জুন ২০২২, ১৫: ০৫
ইংল্যান্ড সফরেই রানে ফিরবেন কোহলি, বললেন আজহারউদ্দিন 

দীর্ঘদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন নিজের ছায়া হয়ে। ধুঁকতে থাকা কোহলিকে ছন্দে ফিরতে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। আরেক সাবেক ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিন অবশ্য কোহলিকে নিয়ে আশার কথা শুনিয়েছেন। তিনি মনে করেন, সামনে ইংল্যান্ড সফরেই রানে ফিরবেন কোহলি। 

আগামী মাসের শুরুতে একটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এর আগে ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজ থেকে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামের পর ইংল্যান্ড সফরে কোহলি পুরোনো পুরো ছন্দ ফিরে পাবেন বলছেন আজহারউদ্দিন। তিনি বলেন ‘কোহলি যখন ৫০ রান করে, মনে হয় সে ব্যর্থ হয়েছে। অবশ্য এ বছর কোহলি তেমন কিছু করেনি। প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে এমন একটি খারাপ সময় পার করে। কোহলি অনেক ক্রিকেট খেলছে এবং এখন সে বিরতি পেয়েছে। তাই আশা করা যায় ইংল্যান্ডে ছন্দ ফিরে পাবে।’ 

আর এত দিন কোহলি রানখরায় ভুগলেও আজহারউদ্দিন মনে করেন তার টেকনিকে কোনো সমস্যা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কোহলির কৌশলে কোনো ভুল নেই, কখনো কখনো আপনারও কিছুটা ভাগ্যের প্রয়োজন হয়। একটি বড় স্কোর বা একটি সেঞ্চুরি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।’ 

কোহলিকে নিয়ে আইপিএলের সময়ও আশার কথা শুনিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআইয়ের সভাপতি তখন জানিয়েছিলেন, রান না পেলেও কোহলিকে নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। আত্মবিশ্বাসী সৌরভ বলেছিলেন, দ্রুতই রানে ফিরবেন কোহলি। কিন্তু আইপিএলের বাকি ম্যাচেও ছবিটা বদলাতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি করা এই ব্যাটার। এবার ইংল্যান্ড সফরে তা পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত