Ajker Patrika

ওমিক্রন ঝুঁকি নিয়েই ইডেনে খেলা দেখবে ৫০ হাজার দর্শক

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

আত্মঘাতী সিদ্ধান্তই বটে! 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন বলছেন কয়েক সপ্তাহের মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন ভারতে প্রবলভাবে ছড়িয়ে পড়তে পারে; তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার মাঠে দর্শক ফেরানোর ঘোষণা দিল।

আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি পেয়েছে। সিরিজের সব ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনসে। তার মানে, ইডেনের গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবে ৫০ হাজার মানুষ।

শুধু ক্রিকেটই নয়; পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে সব ধরনের ইনডোর ও আউটডোর খেলায় ভেন্যুর ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ দর্শক থাকতে পারবে।

গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একটি টি-টোয়েন্টি হয়েছিল ইডেনে। সেই ম্যাচে ৪৫ হাজারের মতো দর্শক মাঠে ঢুকতে পেরেছিলেন।

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির আগে আহমেদাবাদে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ক্যারিবীয়দের এবারের ভারত সফরের ম্যাচ ছয়টি হওয়ার কথা ছিল ভিন্ন ৬ শহরে। পরে ওমিক্রন ঝুঁকির সঙ্গে ভ্রমণ জটিলতা এড়াতে ভেন্যু কমিয়ে আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত