Ajker Patrika

স্টোকসকে খোঁচা দিয়ে বেয়ারস্টো বললেন তিন সংস্করণেই চালিয়ে যাবেন তিনি

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১২: ২৪
স্টোকসকে খোঁচা দিয়ে বেয়ারস্টো বললেন তিন সংস্করণেই চালিয়ে যাবেন তিনি

কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটার ঠাসা সূচির কারণে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন বেন স্টোকস। স্টোকসের ওয়ানডে থেকে অবসর নেওয়াকে কেন্দ্র করে আলোচনা এখনো চলছে। এর মধ্যেই আরেক ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো হাঁটলেন ভিন্ন পথে। স্টোকসের সতীর্থ তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে। বেয়ারস্টো জানিয়েছেন, যত দিন সম্ভব তিন সংস্করণেই খেলতে চান তিনি।

ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যে ওয়ানডেকে বিদায় জানিয়েছেন স্টোকস। আইসিসির ২০২৩-২৭ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনা সংবাদমাধ্যমে প্রকাশের পরেই ইংলিশ অলরাউন্ডারের এমন সিদ্ধান্ত।  বিষয়টির সঙ্গে একমত নন বেয়ারস্টো। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি হলেও অবসর নেওয়ার কোনো কারণ দেখেন না তিনি। বলেছেন, ‘মনে হয় না এসব আমাদের হাতে আছে। সূচি তো সূচিই।  আপনি কম খেলতে চান এটা বলা কঠিন।’

স্টোকসকে খোঁচা দিতেও ছাড়েননি বেয়ারস্টো। সতীর্থকে উদ্দেশ্য করে বলেন,‘স্টোকসের হয়তো অন্য কোনো ব্যাপার ছিল। যেকোনো সিরিজের আগেই অনুশীলন সেশন থাকে, যেখানে লম্বা সময় যায়। তারা দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টগুলোতে নিজেদের ফিট রাখতে চায়। এটা একটা কৌশল। স্টোকস বলছে, সে গাড়ি না।  হ্যাঁ এটাও ঠিক। উদাহরণটা খারাপ নয়। সব খেলতে গেলে একজন ক্লান্ত হয়ে যাবে এটাও সত্য।’

তিন সংস্করণ খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ভালো না খারাপ সেদিক যাননি বেয়ারস্টো। তিনি মনে করেন এটা চ্যালেঞ্জিং। এ নিয়ে ৩২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘জানি না এটা(তিন সংস্করণ চালিয়ে যাওয়া) ভালো না খারাপ তবে তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়া কজন খেলোয়াড়ের মধ্যে আমি একজন।  এটা বেশ চ্যালেঞ্জিং।  এখন আমরা এমন সূচিই দেখছি। আমি যত দিন সম্ভব তিন সংস্করণেই খেলা চালিয়ে যাব। আমার দ্বারা যা সম্ভব আমি তা করব। কখনো সেই সময় এলে আমাকেও একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা ক্রিকেটীয় জীবনের অংশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত