Ajker Patrika

‘শিরোপা জিততে শচীনকে ছয়টি বিশ্বকাপ খেলতে হয়েছে’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬: ৪৫
‘শিরোপা জিততে শচীনকে ছয়টি বিশ্বকাপ খেলতে হয়েছে’

ভারতের সর্বশেষ আইসিসি শিরোপা জয়ের প্রায় এক দশক হতে চলেছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। অধিনায়ক বদলালেও ভারতের ক্যাবিনেটে যোগ হয়নি কোনো শিরোপা। রবিচন্দ্রন অশ্বিন এখানে উদাহরণ হিসেবে শচীন টেন্ডুলকারের কথা উল্লেখ করেছেন। যেখানে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিলেন শচীন।

১৯৮৩,২০১১-এই দুটো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। আর শচীন ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলেছেন। ২০১১ তে অধরা শিরোপার ছোঁয়া পেয়েছেন ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই ব্যাপারে বলেন, ‘১৯৮৩ এর বিশ্বকাপের পর কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৯৯২,১৯৯৬, ১৯৯৯,২০০৩, ২০০৭ বিশ্বকাপ খেলেছেন। অবশেষে ২০১১ তে তিনি বিশ্বকাপ জেতেন। শিরোপা জিততে তাঁকে ছয়টি বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছে। এটা সম্ভব হয়েছে যখন মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হয়েছে এবং দায়িত্ব নেওয়ার পর শিগগিরই শিরোপা জিতলেন।’

কোহলি, রোহিতরা অধিনায়ক হয়ে কোনো আইসিসি ইভেন্ট জেতেননি ঠিকই। তবে তারাও যে ভারতের আইসিসি শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন, সেটা মনে করিয়ে দিয়েছেন অশ্বিন। ভারতের এই অফস্পিনার বলেন, ‘এরা (রোহিত শর্মা, বিরাট কোহলি) ২০০৭ বিশ্বকাপ খেলেনি। ২০১১ বিশ্বকাপ রোহিত শর্মা খেলেনি। শুধু কোহলি ২০১১,২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ খেলেছে। ২০২৩ এ সে (কোহলি) চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি সে জিতেছে। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিও রোহিত শর্মা জিতেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত