Ajker Patrika

আইপিএলের নতুন দল নিয়ে যা বললেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২১: ১২
Thumbnail image

আইপিএলের মিনি নিলামে দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা রেকর্ড গড়লেও বাংলাদেশের কেউ সুযোগ পাবেন কি না তা নিয়ে একটা শঙ্কা জেগেছিল। কারণটাও স্পষ্ট। টুর্নামেন্টের সর্বশেষ কয়েক টুর্নামেন্টে পারফরম্যান্স ভালো ছিল না বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানদের। 

জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো ছিল না বাংলাদেশি ক্রিকেটারদের। তবে সব শঙ্কা উড়িয়ে দল পেয়েছেন শুধু মোস্তাফিজ। বাঁহাতি পেসারকে ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। দল পাওয়ার তিন দিন পর নিজের অনুভূতি জানিয়েছেন বাঁহাতি পেসার। তাঁর অনুভূতি ভিডিও করে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে চেন্নাই।

চেন্নাই পরিবারের সদস্য হতে পেরে খুব খুশি হয়েছেন মোস্তাফিজ। তাঁকে নেওয়ায় জন্য ধন্যবাদ জানিয়েছেন চেন্নাইকে। ২৮ বছর বয়সী পেসার বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। সিএসকে পরিবারকে ধন্যবাদ। আমাকে সিএসকে পরিবারের সদস্য বানানোর জন্য। সিএসকে পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব শিগগিরই দেখা হচ্ছে।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই আইপিএলের ক্যারিয়ারে মোস্তাফিজের পঞ্চম দল। এর আগে তিনি খেলেছেন দিল্লি, রাজস্থান, মুম্বাই ও হায়দরাবাদের হয়ে। ২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। সেবার তাঁর দল হায়দরাবাদ চ্যাম্পিয়নও হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত