Ajker Patrika

জনসনের সমালোচনা প্রসঙ্গে কী বলছেন ওয়ার্নার 

জনসনের সমালোচনা প্রসঙ্গে কী বলছেন ওয়ার্নার 

ডেভিড ওয়ার্নার-মিচেল জনসন দ্বন্দ্ব নিয়ে চলছে সমালোচনা। রিকি পন্টিং, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ক্রিকেটাররাও কথা বলেছেন ওয়ার্নার-জনসন দ্বন্দ্ব নিয়ে। ওয়ার্নার ব্যাপারটিকে যেন পাত্তাই দিলেন না। 

১৪ ডিসেম্বর পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। সেই সিরিজকে সামনে রেখে চলতি সপ্তাহের রোববার প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে রাখা হয়েছে ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার সিরিজের শেষ টেস্ট দিয়ে টেস্টকে বিদায় বলার ঘোষণা জানিয়েছেন আগেই। দল ঘোষণার পর পরই দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় জনসনের লেখা বিশাল কলাম প্রকাশ্যে আসে। ওয়ার্নারের জন্য এমন বিদায়ী টেস্ট কেন আয়োজন করা হচ্ছে, কলামে সেই দাবি তোলেন জনসন। অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার ২০১৮ সালে স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির কথা বলেন। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে নিয়ে ব্যক্তিগত কারণেও ক্ষোভের কথা পরে জানিয়েছেন জনসন।
 
জনসনের এত সমালোচনার পর মুখ খুলেছেন ওয়ার্নার। সিডনিতে ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ওয়ার্নার হাসলেন। তিনি পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট নিয়েই ভাবছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘এমন শিরোনাম ছাড়া গ্রীষ্মকাল জমে নাকি। প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। তবে সামনে এগিয়ে যেতে হবে। পশ্চিমে (পার্থে) ভালো টেস্ট ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’ 

১০৯ টেস্টে ৪৪.৪৩ গড়ে ওয়ার্নার করেছেন ৮৪৮৭ রান। করেছেন ২৫ সেঞ্চুরি ও ৩৬ ফিফটি। তবে ২০২৩ সালে টেস্টের ফর্মটা তাঁর পক্ষে নেই। এ বছর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৯ ম্যাচ খেলে ২ ফিফটিতে ২২.৮১ গড়ে করেছেন ৩৬৫ রান। যার মধ্যে অ্যাশেজে ৫ ম্যাচ খেলে করেছেন ২৮৫ রান। ওয়ার্নার এটাকে চ্যালেঞ্জ মনে করে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, ‘আমার মা-বাবা আমাকে শিখিয়েছেন প্রতিদিন যুদ্ধ করতে ও কঠোর পরিশ্রম করতে। বিশ্বমঞ্চে পারফর্ম করতে গেলে দেখবেন কোনো কিছুই আপনার পক্ষে আসছে না। অনেক সংবাদমাধ্যম, অনেক সমালোচনা আছে। একই সঙ্গে অনেক ইতিবাচক ব্যাপারও আছে।’ 

২০১৮ সালে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। স্মিথ, ওয়ার্নারের সঙ্গে সেই টেস্টে ছিলেন প্যাট কামিন্স। সেই কামিন্স এখন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। কামিন্স আজ বলেন, ‘আমার মতে, একে অন্যের বিপদে অনেক সাহায্য করি। এমন পরিস্থিতির ভেতর দিয়ে আমরা অনেক গিয়েছি। ডেভি অথবা স্টিভের (স্মিথ) সঙ্গে ১২ বছর ধরে খেলছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত