ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের কাছে ভারত টেস্ট সিরিজ হারের পর থেকেই চলছে সমালোচনা। সামাজিক মাধ্যমে ভারতীয় দলকে নিয়ে একের পর এক বিদ্রুপ করে যাচ্ছেন নেটিজেনরা। ভারতের এভাবে ধরাশায়ী হওয়ার সমালোচনা করতে গিয়ে বাসিত আলী টেনে আনলেন বাংলাদেশের প্রসঙ্গ।
বাংলাদেশকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করার পরই ভারত খেলতে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে কানপুর টেস্টে আড়াই দিন খেলা হলেও ভারত জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের থেকে। অন্যদিকে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে নিউজিল্যান্ড এসেছে ভারতে খেলতে। সেই নিউজিল্যান্ড কি না ১ ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভারত ২ দিনে ম্যাচ জিতেছিল। শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। তারা (ভারত) মনে করেছিল খুব সহজেই নিউজিল্যান্ডকে হারানো যাবে। এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে।’
ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার স্বাদ ভারত সবশেষ পেয়েছিল ২০১২ সালে। ইংল্যান্ডের কাছে সেই সিরিজ হারের পর ভারত পরবর্তী ১২ বছরে ঘরের মাঠে ১৮ টেস্ট সিরিজ খেলে প্রত্যেকটিতেই জেতে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া ভারতের চেয়ে বর্তমান নিউজিল্যান্ড দল যোজন যোজন পিছিয়ে। অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসনকে দুই টেস্টের কোনোটিতেই পায়নি নিউজিল্যান্ড। এমনকি ভারত সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন টিম সাউদি। টম লাথামের নেতৃত্বে ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসে নিউজিল্যান্ড।
তুলনামূলক কম অভিজ্ঞ নিউজিল্যান্ড বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতকে ৪৬ রানে গুটিয়ে দিয়েছিল। ৮ উইকেটে সেই জয়ের পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্ট কিউইরা জিতেছে ১১৩ রানে। পুনে টেস্ট গতকাল তিন দিনেই শেষ হয়ে গেছে। রোহিত-কোহলির মতো ভারতের অভিজ্ঞ ব্যাটাররাও সংগ্রাম করছেন এই সিরিজে। যে মিচেল স্যান্টনার ক্যারিয়ারের প্রথম ২৮ টেস্টে কখনোই ইনিংসে ৫ উইকেট পাননি, তিনি পুনে টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন। ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে হয়েছেন ম্যাচসেরা। বাসিত বলেন, ‘নিউজিল্যান্ড প্রস্তুতিটা ভালো নিয়েছিল। তাদের হারানোর কিছু ছিল না। কেউ ভাবতেও পারেনি ভারতকে হারিয়ে দেবে নিউজিল্যান্ড। এমনকি নিউজিল্যান্ড নিজেরাও ভাবেনি যে এমন কিছু ঘটবে।’
৬২.৮২ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০। নিউজিল্যান্ড ৫০ শতাংশ সফলতার হার নিয়ে তিনে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের কাছে ভারত টেস্ট সিরিজ হারের পর থেকেই চলছে সমালোচনা। সামাজিক মাধ্যমে ভারতীয় দলকে নিয়ে একের পর এক বিদ্রুপ করে যাচ্ছেন নেটিজেনরা। ভারতের এভাবে ধরাশায়ী হওয়ার সমালোচনা করতে গিয়ে বাসিত আলী টেনে আনলেন বাংলাদেশের প্রসঙ্গ।
বাংলাদেশকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করার পরই ভারত খেলতে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে কানপুর টেস্টে আড়াই দিন খেলা হলেও ভারত জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের থেকে। অন্যদিকে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে নিউজিল্যান্ড এসেছে ভারতে খেলতে। সেই নিউজিল্যান্ড কি না ১ ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভারত ২ দিনে ম্যাচ জিতেছিল। শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। তারা (ভারত) মনে করেছিল খুব সহজেই নিউজিল্যান্ডকে হারানো যাবে। এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে।’
ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার স্বাদ ভারত সবশেষ পেয়েছিল ২০১২ সালে। ইংল্যান্ডের কাছে সেই সিরিজ হারের পর ভারত পরবর্তী ১২ বছরে ঘরের মাঠে ১৮ টেস্ট সিরিজ খেলে প্রত্যেকটিতেই জেতে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া ভারতের চেয়ে বর্তমান নিউজিল্যান্ড দল যোজন যোজন পিছিয়ে। অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসনকে দুই টেস্টের কোনোটিতেই পায়নি নিউজিল্যান্ড। এমনকি ভারত সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন টিম সাউদি। টম লাথামের নেতৃত্বে ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসে নিউজিল্যান্ড।
তুলনামূলক কম অভিজ্ঞ নিউজিল্যান্ড বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতকে ৪৬ রানে গুটিয়ে দিয়েছিল। ৮ উইকেটে সেই জয়ের পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্ট কিউইরা জিতেছে ১১৩ রানে। পুনে টেস্ট গতকাল তিন দিনেই শেষ হয়ে গেছে। রোহিত-কোহলির মতো ভারতের অভিজ্ঞ ব্যাটাররাও সংগ্রাম করছেন এই সিরিজে। যে মিচেল স্যান্টনার ক্যারিয়ারের প্রথম ২৮ টেস্টে কখনোই ইনিংসে ৫ উইকেট পাননি, তিনি পুনে টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন। ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে হয়েছেন ম্যাচসেরা। বাসিত বলেন, ‘নিউজিল্যান্ড প্রস্তুতিটা ভালো নিয়েছিল। তাদের হারানোর কিছু ছিল না। কেউ ভাবতেও পারেনি ভারতকে হারিয়ে দেবে নিউজিল্যান্ড। এমনকি নিউজিল্যান্ড নিজেরাও ভাবেনি যে এমন কিছু ঘটবে।’
৬২.৮২ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০। নিউজিল্যান্ড ৫০ শতাংশ সফলতার হার নিয়ে তিনে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
আরও পড়ুন:
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে