Ajker Patrika

সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জ ‘মানিকে মাগে হিতের’ গায়িকার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬: ৫১
সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জ ‘মানিকে মাগে হিতের’ গায়িকার

প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় আছেন সাকিব আল হাসান। সেখানে গল টাইটানসের হয়ে বেশ ছন্দেও রয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগেই তাঁর সঙ্গে দেখা হয় ‘মানিকে মাগে হিতের’ গায়িকা ইয়োহানির সঙ্গে। 

গত রোববার এলপিএলের উদ্বোধনী আয়োজন মাতাতে এসেই বাংলাদেশি অলরাউন্ডারের সঙ্গে দেখা হয় ইয়োহানির। দেখা হয়ে সাকিবের সঙ্গে ছবি তুলতে ভোলেননি শ্রীলঙ্কান এই গায়িকা। আজ নিজের সামাজিক মাধ্যমে ছবিটি পোস্টও করেছেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে নিজের গাওয়া জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিতেও’ গেয়েছেন ইয়োহানি। তাঁর গাওয়া এই গান শ্রীলঙ্কায় তো অবশ্যই সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে। গানটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি সংগীত প্রযোজনাও করেন তিনি। 

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এলপিএলে অংশ নেওয়া ক্রিকেটার, ধারাভাষ্যকার, কোচদের নিয়ে ‘সিংগিং চ্যালেঞ্জ’ নামে এক অনুষ্ঠানেও অংশ নেন ইয়োহানি। সেখানে সাকিবকে একটি গান গাওয়ার চ্যালেঞ্জ জানান এই গায়িকা। তবে বাংলাদেশি অলরাউন্ডার কোন গান গেয়েছেন তা এখনো জানা যায়নি। অনুষ্ঠানটির ভিডিও এলপিএলের ফেসবুক পাতায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ খুব শিগগিরই প্রকাশ করবে বলে জানা গেছে। 

ইয়োহানির পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। শ্রীলঙ্কান এই গায়িকার বাবা সেনা কর্মকর্তা ও মা বিমানবালা। লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত