Ajker Patrika

বাংলাদেশের গতিতারকা নাহিদ রানাকে জিম্বাবুয়ের হুংকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০: ৪০
গতির ঝড়ে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। ছবি: বিসিবি
গতির ঝড়ে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। ছবি: বিসিবি

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের সঙ্গে রয়েছে বাউন্সার। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন ব্যাটাররা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশের অন্যান্য সিরিজ বা টুর্নামেন্টের মতো জিম্বাবুয়ে সিরিজের আগেও নাহিদ রানাকে নিয়ে চলছে আলাপ-আলোচনা। সিরিজ শুরুর আগেই বাংলাদেশের এই পেসারের উদ্দেশ্যে হুংকার ছাড়ল জিম্বাবুয়ে। সিলেটে আজ জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শন উইলিয়ামস বলেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত। আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে। এটা দারুণ ব্যাপার হবে।’

জিম্বাবুয়ে সিরিজে নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। যাঁদের মধ্যে তানজিম সাকিবের টেস্টে এখনো অভিষেক হয়নি। তবে সুযোগ পেলে গতির সঙ্গে নিখুঁত লাইন লেংথে ব্যাটারদের কতটা কাবু করতে পারেন, সেটা আগেই তিনি দেখিয়েছেন। এছাড়া ২০২৪ সাল থেকেই বাংলাদেশের পেসাররা টেস্টে আলো ছড়াচ্ছেন। হাসান গত বছর ৯ টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। পাকিস্তান, ভারতের মতো দলের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।

নাহিদ রানারও টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। জ্যামাইকায় গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টেস্টে তিনি এই কীর্তি গড়েছেন, সেই টেস্ট বাংলাদেশ জেতে ১০১ রানে। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে উইলিয়ামস বলেন, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এমনটা আসলেই অসাধারণ। অনেকেই জোরে বোলিং করতে পারে।’

পেস বোলিং আক্রমণে দুই অভিজ্ঞ ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। মুজারাবানি, এনগারাভা আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-এর বেশি ম্যাচ খেললেও নুয়াচি, গুয়ান্দু জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন ২১ ও ২৩ ম্যাচ। নিজেদের পেস বোলিং আক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামস বলেন, ‘আমাদেরও কিছু তরুণ পেসার আছে। তাদের স্কিলও ভালো।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত