Ajker Patrika

সাকিব কখনোই বলেনি টেস্ট খেলবে না, বলছেন হাবিবুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ জুন ২০২১, ১৬: ৪১
সাকিব কখনোই বলেনি টেস্ট খেলবে না, বলছেন হাবিবুল

ঢাকা: এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানের টেস্ট সিরিজ না খেলা নিয়ে কম আলোচনা হয়নি গত কয়েক মাসে। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ না খেলে গেছেন আইপিএল খেলতে—বিষয়টি নিয়ে তাই অনেক কথাই হয়েছে। তবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিব কখনোই টেস্টের প্রতি অনাগ্রহের কথা জানাননি।

গত মার্চে ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন সাকিব—যেতে চান না শ্রীলঙ্কা সফরে। এটার নিয়েই যত বিতর্ক। সামনে জিম্বাবুয়ে সফর। এবারও কি টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেবেন সাকিব? কাল বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বিষয়টি পরিষ্কার করেছেন এভাবে, ‘সাকিব আল হাসান কখনোই বলেনি যে সে টেস্ট খেলবে না। একটা নির্দিষ্ট সময়ের জন্য সে ছুটি চেয়েছিল। ঠিক ওই সময়ে টেস্ট সিরিজ ছিল। ওই সময়ের পর টেস্ট থাকলে অবশ্যই সে খেলত।’

সাকিবের টেস্ট না খেলার বিষয়টি সামনে এনে গত ফেব্রুয়ারিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বলেছিলেন, কাউকেই জোর করে খেলানো হবে না। ভবিষ্যতে চুক্তির সময় ক্রিকেটারদের কাছে তাঁদের আগ্রহের (কোন সংস্করণ খেলতে চান) বিষয়ে জানতে চাওয়া হবে। হাবিবুল অবশ্য জানিয়েছেন, তাঁদের কাছে নির্দিষ্ট সংস্করণের প্রতি আগ্রহের ব্যাপারে কিছু বলেননি কোনো ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তি আগে নিয়মেই হবে বলে জানিয়েছেন বিসিবির এই নির্বাচক, ‘এই বিষয়টা আমাদের সামনে আসেনি। ‍চুক্তি করার ক্ষেত্রে আমরা আগের যে নিয়ম আছে, সেটা অনুসরণ করছি। কেউ খেলতে চায় আবার কেউ খেলতে চায় না—এমন কোনো কিছু আমাদের সামনে আসেনি।’

সাকিবের পর সিরিজ না খেলতে ছুটি চেয়েছেন তামিম ইকবালও। নিউজিল্যান্ড সফরে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এবার শোনা যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজে টি–টোয়েন্টি খেলতে চাইছেন না মুশফিকুর রহিম। হাবিবুল অবশ্য বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন, ‘সব দেশেই এটা হচ্ছে। চার-পাঁচ মাস একটানা জৈব সুরক্ষাবলয়ে থাকা সহজ বিষয় না। এখানে মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে। এখানে আমরা কীভাবে এগোব, সেটা আমরা চিন্তা ভাবনা করেছি।’

তবে বিশ্রামের বিষয়টি একেবারেই ক্রিকেটারদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে নন হাবিবুল। বোর্ড, নির্বাচক, ক্রিকেটার—সবার মতামত নিয়েই বিশ্রামের বিষয়টি চূড়ান্ত করার পক্ষে তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত