Ajker Patrika

চুক্তি থেকে বাদ নাঈম-রাব্বি, ফিরেছেন মোসাদ্দেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৪: ৩৩
চুক্তি থেকে বাদ নাঈম-রাব্বি, ফিরেছেন মোসাদ্দেক

চলতি বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বারের মতো এবারও কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে ২১ জন ক্রিকেটারকে। চুক্তি থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এবারের চুক্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে—মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। 

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের চুক্তিতে আছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। গতবার মিরাজ ছিলেন শুধু টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। গত চুক্তিতে তিন সংস্করণে ছিলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি ক্রিকেটকে গত বছর বিদায় জানানোয় এবার মুশফিক শুধু টেস্ট আর ওয়ানডেতে আছেন। তাঁর সঙ্গে টেস্ট-ওয়ানডেতে রাখা হয়েছে তামিম ইকবালকে। 

নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহনকে রাখা হয়েছে টেস্ট ও টি-টোয়েন্টিতে। মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসন, এই পাঁচ ক্রিকেটারকে শুধু টেস্টের জন্য চুক্তিতে রাখা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদকে শুধু ওয়ানডের চুক্তিতে আছেন। 

মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, ও শরিফুল ইসলাম রয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে। নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদকে রাখা হয়েছে শুধু টি-টোয়েন্টিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত