আফগানিস্তানের জন্য এ এক ঐতিহাসিক বিশ্বকাপ বটে। এক মঞ্চে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো কি সহজ কথা! বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অনেকে সেটিকে ‘অঘটন’ বলেছিলেন। এই জয় যে ‘ফ্লুক’ বা অপ্রত্যাশিত নয়, সেটি পাকিস্তানের বিপক্ষে প্রমাণ করলেন হাশমতউল্লাহ শহীদিরা।
গতকাল চেন্নাইয়ে কী দুর্দান্তভাবেই না আফগানরা হারিয়ে দিল পাকিস্তানকে! সেটিও ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে। ওয়ানডেতে এটিই পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম জয়! দুর্দান্ত জয়ে সেমিফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এমন ঐতিহাসিক জয়ে মাঠেই উল্লাসে ফেটে পড়েন রশিদ খান-হাশমতউল্লাহ-রহমত শাহরা। তাঁদের সেই আনন্দ ছড়িয়ে পড়ে কাবুলেও।
সপ্তাহ দু-এক আগে ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আফগানিস্তান। তার মধ্যে দীর্ঘদিনের তালেবান শাসনের কারণে আনন্দ-উদ্যাপন করতেই ভুলে গেছে দেশটির মানুষেরা। ইংলিশদের বিপক্ষে জয়ের পর তেমন মুখরিত না হলেও প্রতিবেশী বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের হারানোয় খুশির বাঁধভেঙেছে কাবুলে। আতশবাজি ও মুহুর্মুহু গুলি ছুড়ে কাবুলের রাতের আকাশকে রঙিন করে তোলেন আফগানরা। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির জনগণের এমন স্বতঃস্ফূর্ত উল্লাসের বিস্ফারণের এটি বিরল ঘটনা, এমনটাই জানিয়েছে নিউজ এজেন্সি এএফপি।
ম্যাচ শেষ হওয়ার পর গতকাল রাতে শত শত আফগানিস্তান ক্রিকেটের সমর্থক দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে। এই জটলা সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। গান ও নাচের ওপর তালেবান সরকারের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পথচারীরা শামিল হোন আনন্দ যজ্ঞে। এই সময় তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ ও সংগীতে মেতে ওঠে। দীর্ঘদিন দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া আফগানদের এমন উদ্যাপন দেখে খুশি শরীফউল্লাহ নামে কাবুলের এক বাসিন্দা। এএফপিকে তিনি বলেন, ‘আফগানিস্তান সম্প্রতি অনেক কিছুর ভেতর দিয়ে গেছে। এমন মুহূর্ত সব সময় বিশেষ কিছু এবং সেটি যথাযথভাবে অবশ্যই পালন করা উচিত।’ ২৫ বছর বয়সী এই যুবক আরও বলেছেন, ‘মনে হচ্ছে, আমরা বিশ্বকাপ জিতেছি। খেলা সব সমময় মানুষের মধে ঐক্য নিয়ে আসে। আজ আমরা দেশের জয় উদ্যাপন করছি।’
আফগানিস্তানের জন্য এ এক ঐতিহাসিক বিশ্বকাপ বটে। এক মঞ্চে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো কি সহজ কথা! বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অনেকে সেটিকে ‘অঘটন’ বলেছিলেন। এই জয় যে ‘ফ্লুক’ বা অপ্রত্যাশিত নয়, সেটি পাকিস্তানের বিপক্ষে প্রমাণ করলেন হাশমতউল্লাহ শহীদিরা।
গতকাল চেন্নাইয়ে কী দুর্দান্তভাবেই না আফগানরা হারিয়ে দিল পাকিস্তানকে! সেটিও ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে। ওয়ানডেতে এটিই পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম জয়! দুর্দান্ত জয়ে সেমিফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এমন ঐতিহাসিক জয়ে মাঠেই উল্লাসে ফেটে পড়েন রশিদ খান-হাশমতউল্লাহ-রহমত শাহরা। তাঁদের সেই আনন্দ ছড়িয়ে পড়ে কাবুলেও।
সপ্তাহ দু-এক আগে ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আফগানিস্তান। তার মধ্যে দীর্ঘদিনের তালেবান শাসনের কারণে আনন্দ-উদ্যাপন করতেই ভুলে গেছে দেশটির মানুষেরা। ইংলিশদের বিপক্ষে জয়ের পর তেমন মুখরিত না হলেও প্রতিবেশী বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের হারানোয় খুশির বাঁধভেঙেছে কাবুলে। আতশবাজি ও মুহুর্মুহু গুলি ছুড়ে কাবুলের রাতের আকাশকে রঙিন করে তোলেন আফগানরা। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির জনগণের এমন স্বতঃস্ফূর্ত উল্লাসের বিস্ফারণের এটি বিরল ঘটনা, এমনটাই জানিয়েছে নিউজ এজেন্সি এএফপি।
ম্যাচ শেষ হওয়ার পর গতকাল রাতে শত শত আফগানিস্তান ক্রিকেটের সমর্থক দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে। এই জটলা সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। গান ও নাচের ওপর তালেবান সরকারের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পথচারীরা শামিল হোন আনন্দ যজ্ঞে। এই সময় তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ ও সংগীতে মেতে ওঠে। দীর্ঘদিন দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া আফগানদের এমন উদ্যাপন দেখে খুশি শরীফউল্লাহ নামে কাবুলের এক বাসিন্দা। এএফপিকে তিনি বলেন, ‘আফগানিস্তান সম্প্রতি অনেক কিছুর ভেতর দিয়ে গেছে। এমন মুহূর্ত সব সময় বিশেষ কিছু এবং সেটি যথাযথভাবে অবশ্যই পালন করা উচিত।’ ২৫ বছর বয়সী এই যুবক আরও বলেছেন, ‘মনে হচ্ছে, আমরা বিশ্বকাপ জিতেছি। খেলা সব সমময় মানুষের মধে ঐক্য নিয়ে আসে। আজ আমরা দেশের জয় উদ্যাপন করছি।’
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৭ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে