নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অলরাউন্ডার সাকিব আল হাসানকে কবে দেখা যাবে, সেই প্রশ্ন অনেক দিনের। কারণ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানতালে জ্বলে উঠতে পারছেন না সাকিব। তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভারত সিরিজে সাকিবকে দেখা যাবে অন্য রূপে।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সাকিব ফেরেননি। সারের হয়ে এক ম্যাচের জন্য কাউন্টি খেলতে চলে গেছেন ইংল্যান্ডে। সমারসেটের বিপক্ষে ১৯৩ রানে নিয়েছেন ৯ উইকেট, যেখানে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। তবে ব্যাটার সাকিব করেছেন মাত্র ১২ রান। কাউন্টির আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও সাকিবের ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র। ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা বিমানবন্দরে আজ সকালে গণমাধ্যমে সাকিবকে নিয়ে শান্ত বলেন, ‘স্বাভাবিকভাবেই আগে যা প্রত্যাশা ছিল, তা-ই আছে। খুবই ভালো। আমার মনে হয় প্রস্তুতিটা তাঁর ভালোই হয়েছে। বোলিংটা (৯ উইকেট)। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। আশা করি তিনি এই সিরিজে (ভারত) ভালো কিছু করবেন।’
আনুষ্ঠানিকভাবে এ বছরের মার্চে অধিনায়ক হওয়ার আগে শান্ত নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকে। তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে এরই মধ্যে। গত বছর নিউজিল্যান্ড সফরে শান্তর নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও জিতেছে। তবে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হতে পারছেন না শান্ত। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ম্যাচে করেন ৯৬২ রান। ৩৯ ইনিংসের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংস কেবল ৫টি (২ সেঞ্চুরি ও ৩ ফিফটি)।
ভারত সিরিজে নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও জ্বলে ওঠার আশা করছেন শান্ত। বিমানবন্দরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি, সেটাই আমার ইচ্ছা। সেটার জন্য যেমন প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দলে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
ঘরের মাঠে ভারত সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। এমনকি চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে, সেটা খুবই ভারসাম্যপূর্ণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা আছেন সেই দলে। এ ছাড়া ভারতের মাঠে বাংলাদেশ ৩ টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাজেভাবে। শান্ত বলছেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে আপনি যেটা বললেন যে পাকিস্তানে ভালো একটা সিরিজ পার করার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের মধ্যে আছেই। এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে।’
অলরাউন্ডার সাকিব আল হাসানকে কবে দেখা যাবে, সেই প্রশ্ন অনেক দিনের। কারণ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানতালে জ্বলে উঠতে পারছেন না সাকিব। তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভারত সিরিজে সাকিবকে দেখা যাবে অন্য রূপে।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সাকিব ফেরেননি। সারের হয়ে এক ম্যাচের জন্য কাউন্টি খেলতে চলে গেছেন ইংল্যান্ডে। সমারসেটের বিপক্ষে ১৯৩ রানে নিয়েছেন ৯ উইকেট, যেখানে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। তবে ব্যাটার সাকিব করেছেন মাত্র ১২ রান। কাউন্টির আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও সাকিবের ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র। ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা বিমানবন্দরে আজ সকালে গণমাধ্যমে সাকিবকে নিয়ে শান্ত বলেন, ‘স্বাভাবিকভাবেই আগে যা প্রত্যাশা ছিল, তা-ই আছে। খুবই ভালো। আমার মনে হয় প্রস্তুতিটা তাঁর ভালোই হয়েছে। বোলিংটা (৯ উইকেট)। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। আশা করি তিনি এই সিরিজে (ভারত) ভালো কিছু করবেন।’
আনুষ্ঠানিকভাবে এ বছরের মার্চে অধিনায়ক হওয়ার আগে শান্ত নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকে। তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে এরই মধ্যে। গত বছর নিউজিল্যান্ড সফরে শান্তর নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও জিতেছে। তবে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হতে পারছেন না শান্ত। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ম্যাচে করেন ৯৬২ রান। ৩৯ ইনিংসের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংস কেবল ৫টি (২ সেঞ্চুরি ও ৩ ফিফটি)।
ভারত সিরিজে নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও জ্বলে ওঠার আশা করছেন শান্ত। বিমানবন্দরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি, সেটাই আমার ইচ্ছা। সেটার জন্য যেমন প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দলে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
ঘরের মাঠে ভারত সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। এমনকি চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে, সেটা খুবই ভারসাম্যপূর্ণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা আছেন সেই দলে। এ ছাড়া ভারতের মাঠে বাংলাদেশ ৩ টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাজেভাবে। শান্ত বলছেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে আপনি যেটা বললেন যে পাকিস্তানে ভালো একটা সিরিজ পার করার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের মধ্যে আছেই। এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে।’
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৫ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২৩ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে