নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের এখনো পাঁচ মাস বাকি। তবে বাংলাদেশে বিশ্বকাপ দল নিয়ে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিক্যালি চ্যালেঞ্জড টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে বিশ্বকাপ দল নিয়ে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশন নিয়েই এই মুহূর্তে আলোচনাটা বেশি হচ্ছে। এই প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বিশ্বকাপ দল নিয়েই বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন—তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব-এই ছয়জনের মধ্যে কাউকে বাদ দেওয়া যাবে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয়, তারাও ভালো পারফর্ম করছে। তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ করছি। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা (টিম ম্যানেজমেন্ট) নেবে। চোটের জন্য ব্যাকআপ লাগবে।’
বোলিং বিভাগে তিন পেসার নিয়ে খেলা নিশ্চিত বলে জানিয়েছেন পাপন। তিনি বলেছেন, ‘আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান, তাসকিন, শরীফুল, ইবাদত, মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেবে।’
এরপর বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের সম্ভাবনার প্রসঙ্গ নিয়ে পাপন বলেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি (ইয়াসির আলী)। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোনো কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে তাহলে বল করবে কে? এ জন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। দিন শেষে নান্নু কী করবে আমি জানি না, আমার কথা বলছি।’
বিশ্বকাপের এখনো পাঁচ মাস বাকি। তবে বাংলাদেশে বিশ্বকাপ দল নিয়ে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিক্যালি চ্যালেঞ্জড টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে বিশ্বকাপ দল নিয়ে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশন নিয়েই এই মুহূর্তে আলোচনাটা বেশি হচ্ছে। এই প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বিশ্বকাপ দল নিয়েই বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন—তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব-এই ছয়জনের মধ্যে কাউকে বাদ দেওয়া যাবে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয়, তারাও ভালো পারফর্ম করছে। তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ করছি। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা (টিম ম্যানেজমেন্ট) নেবে। চোটের জন্য ব্যাকআপ লাগবে।’
বোলিং বিভাগে তিন পেসার নিয়ে খেলা নিশ্চিত বলে জানিয়েছেন পাপন। তিনি বলেছেন, ‘আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান, তাসকিন, শরীফুল, ইবাদত, মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেবে।’
এরপর বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের সম্ভাবনার প্রসঙ্গ নিয়ে পাপন বলেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি (ইয়াসির আলী)। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোনো কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে তাহলে বল করবে কে? এ জন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। দিন শেষে নান্নু কী করবে আমি জানি না, আমার কথা বলছি।’
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৩ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২১ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে