Ajker Patrika

ফাইনালে আবারও ব্যর্থ কোহলি

আরমান হোসেন
আপডেট : ২৪ জুন ২০২১, ১২: ৪৫
ফাইনালে আবারও ব্যর্থ  কোহলি


ঢাকা: আইসিসির আরও একটি টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থ বিরাট কোহলি! সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে কাইল জেমিসনের বলে ফিরেছেন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসেও আত্মাহুতি দিয়েছেন সেই জেমিসনের বলে। এবার করেছেন ১৩ রান। শুধু এ ফাইনালই নয়, আইসিসি টুর্নামেন্টের বেশির ভাগ নকআউট পর্বের ম্যাচেই নিজেকে খুঁজে ফেরেন কোহলি! 

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল ভারত। নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রান তাড়া করতে নেমে ৬ বল খেলে মাত্র ১ রান করেই ফিরে যান কোহলি। ভারত ম্যাচটা হারে ১৪ রানে।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও একই ছবি। পাকিস্তানের দেওয়া ৩৩৪ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ আমিরের বলে পয়েন্টে শাদাব খানের হাতে ক্যাচ দেওয়ার আগে কোহলি করেছিলেন ৯ বলে ৫ রান। ভারত ম্যাচটা হেরেছিল ১৮০ রানে। অধিনায়ক হিসেবে আইসিসির এই তিনটি নকআউট ম্যাচেই ব্যর্থ কোহলি। 

অধিনায়কত্ব পাওয়ার আগেও আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে ব্যর্থ হয়েছেন কোহলি। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন ১৩ বলে ১ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হার ৯৫ রানে। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও বড় ইনিংস খেলতে পারেনি কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ বলে করেছিলেন ৪৩ রান করলেও ভারত অবশ্য ম্যাচ জিতেছিল ৫ রানে। ২০১১ বিশ্বকাপ ভারত জিতেছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফাইনালে তরুণ কোহলির ব্যাট থেকে এসেছিল ৪৯ বলে ৩৫ রান। 

গত এক দশকে বিশ্ব ক্রিকেটে নিজেকে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন কোহলি। তিন সংস্করণেই একমাত্র ব্যাটসম্যান, যাঁর পঞ্চাশোর্ধ্ব গড়। এই কোহলি আইসিসির নকআউট পর্ব এলেই কেন যেন বোতলবন্দী হয়ে যান! আইসিসির সর্বশেষ ছয়টি টুর্নামেন্টের নকআউট পর্বে একটিতেও ফিফটিও পাননি ভারতীয় ব্যাটিং সেনসেশন। কোহলির ব্যর্থতার খেরোখাতায় এবার যোগ হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত