Ajker Patrika

বিশ্বকাপ জিততে পারে যেকোনো দল, বললেন উইলিয়ামসন

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১: ৩১
বিশ্বকাপ জিততে পারে যেকোনো দল, বললেন উইলিয়ামসন

ওয়ানডে বিশ্বকাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন পর্যন্ত কোনোটিতেই শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে শিরোপার দ্বারপ্রান্তে গিয়েও দলকে শিরোপা এনে দিতে পারেনি উইলিয়ামসনরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে মনে করেন কিউই অধিনায়ক।

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দিনে জিততে পারে যেকোনো দল। কারণ সব দলেই ম্যাচ জেতানো কিছু খেলোয়াড় আছে। অধিনায়কদের মিডিয়া সেশনে এসে কেন উইলিয়ামসনও বললেন সেই কথায়, ‘লম্বা সময় পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। ম্যাচ জেতানোর সামর্থ্য আছে এমন ক্রিকেটার সব দলেই আছে। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারাতে পারে।’

আগামী ২৬ অক্টোবর শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতা দল পরের ম্যাচগুলোই বাড়তি আত্মবিশ্বাস পাবে। উইলিয়ামসন এই প্রসঙ্গে বলেছেন, এটা সংক্ষিপ্ত একটি টুর্নামেন্ট। তাই সব দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইবে। শুরুতেই ‘মোমেন্টাম’ ধরার চেষ্টায় থাকবে। কিন্তু এবার ভিন্ন ভেন্যুতে প্রতি তিন দিনে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, তাই দ্রুত এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত