৪২ বলে ৫৫ রান প্রয়োজন, হাতে আছে ৭ উইকেট। টি-টোয়েন্টি সংস্করণে এ রান তোলা অনেকটা মামুলি ব্যাপারই। দলটা যখন দক্ষিণ আফ্রিকা তখন ব্যাপার কিছুটা ভিন্নও হয়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষেও জিততে জিততে হেরেছিল তারা। ঠিক একইভাবে এবার প্রোটিয়ারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
ত্রিনিদাদে উইন্ডিজের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ২০ রানে তারা হারিয়েছে ৭ উইকেট। ৩০ রানে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। উদ্বোধনী জুটিতে ক্যারিবিয়ানদের ভালো শুরু এনে দেন আলিক আথানেজ ও শাই হোপ। ৪১ রান যোগ করেন দুজনে। দুটি করে চার-ছক্কায় ২৮ রান করা আথানেজকে ফিরিয়ে জুটি ভাঙেন লিজাড উইলিয়ামস।
দ্বিতীয় উইকেটে ১৮ বলে ৪২ রানের দারুণ একটি জুটি গড়েন হোপ ও নিকোলাস পুরান। শুরুতে দখেশুনে খেলে ১৪ রান ১৪ করেছিলেন হোপ, এরপরই ওয়ে ওঠেন বিধ্বংসী। চার ছক্কা ও দুটি চারে ২২ বলে ৪১ করে বিদায় নেন তিনি। আউট হয়েছেন ১৯ বলে ১৯ রান করে।
পরে অধিনায়ক রভম্যান পাওয়েলের তিন ছক্কায় ২২ বলে ৩৫, শেরফানে রাদারফোর্ডের ১৮ বলে ২৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৯ রান স্কোরে জমা করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
দক্ষিণ আফ্রিকার রান তাড়ার শুরুটা ছিল দুর্দান্ত। ৪.২ ওভারেই ৬৩ তোলেন দুই ওপেনার রিজা হেনড্রিকস ও রায়ান রিকেল্টন। পঞ্চম ওভারে রিকেল্টনকে ১৩ বলে ২০ রানে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন শামার জোসেফ। পরের ওভারে হেনড্রিকসের ঝড় থামান রোমারিও শেফার্ড। ৬ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৪৪ রান করেছেন হেনড্রিকস।
অধিনায়ক মার্করাম তিনে নেমে ৯ বলে করেন ১৯ রান। ২৪ বলে ২৮ রান আসে ত্রিস্তান স্টাবসের ব্যাট থেকে। তারপর তাসে ঘরের মতো ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা শেফার্ড। তিন ম্যাচে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিল ২-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ আগামী বুধবার ত্রিনিদাদেই হবে।
আরও খবর পড়ুন:
৪২ বলে ৫৫ রান প্রয়োজন, হাতে আছে ৭ উইকেট। টি-টোয়েন্টি সংস্করণে এ রান তোলা অনেকটা মামুলি ব্যাপারই। দলটা যখন দক্ষিণ আফ্রিকা তখন ব্যাপার কিছুটা ভিন্নও হয়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষেও জিততে জিততে হেরেছিল তারা। ঠিক একইভাবে এবার প্রোটিয়ারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
ত্রিনিদাদে উইন্ডিজের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ২০ রানে তারা হারিয়েছে ৭ উইকেট। ৩০ রানে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। উদ্বোধনী জুটিতে ক্যারিবিয়ানদের ভালো শুরু এনে দেন আলিক আথানেজ ও শাই হোপ। ৪১ রান যোগ করেন দুজনে। দুটি করে চার-ছক্কায় ২৮ রান করা আথানেজকে ফিরিয়ে জুটি ভাঙেন লিজাড উইলিয়ামস।
দ্বিতীয় উইকেটে ১৮ বলে ৪২ রানের দারুণ একটি জুটি গড়েন হোপ ও নিকোলাস পুরান। শুরুতে দখেশুনে খেলে ১৪ রান ১৪ করেছিলেন হোপ, এরপরই ওয়ে ওঠেন বিধ্বংসী। চার ছক্কা ও দুটি চারে ২২ বলে ৪১ করে বিদায় নেন তিনি। আউট হয়েছেন ১৯ বলে ১৯ রান করে।
পরে অধিনায়ক রভম্যান পাওয়েলের তিন ছক্কায় ২২ বলে ৩৫, শেরফানে রাদারফোর্ডের ১৮ বলে ২৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৯ রান স্কোরে জমা করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
দক্ষিণ আফ্রিকার রান তাড়ার শুরুটা ছিল দুর্দান্ত। ৪.২ ওভারেই ৬৩ তোলেন দুই ওপেনার রিজা হেনড্রিকস ও রায়ান রিকেল্টন। পঞ্চম ওভারে রিকেল্টনকে ১৩ বলে ২০ রানে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন শামার জোসেফ। পরের ওভারে হেনড্রিকসের ঝড় থামান রোমারিও শেফার্ড। ৬ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৪৪ রান করেছেন হেনড্রিকস।
অধিনায়ক মার্করাম তিনে নেমে ৯ বলে করেন ১৯ রান। ২৪ বলে ২৮ রান আসে ত্রিস্তান স্টাবসের ব্যাট থেকে। তারপর তাসে ঘরের মতো ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা শেফার্ড। তিন ম্যাচে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিল ২-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ আগামী বুধবার ত্রিনিদাদেই হবে।
আরও খবর পড়ুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২৭ মিনিট আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৫ ঘণ্টা আগে