Ajker Patrika

এ বছরেই বিসিবি সভাপতি পদ ছাড়তে চান পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২০: ৩০
এ বছরেই বিসিবি সভাপতি পদ ছাড়তে চান পাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিপরিষদের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বঙ্গভবনে শপথও নিয়েছেন মন্ত্রিপরিষদের এই সদস্য। সেখানে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়তে চান।

মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কি না। যদিও মন্ত্রিত্বের সঙ্গে বিসিবির কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। চাইলে তিনি চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু তিনি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, আর বিসিবির দায়িত্ব বেশি দিন নেই।

নতুন মন্ত্রিপরিষদের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। ছবি: ফাইল ছবি

ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী বছরের অক্টোবর পর্যন্ত। পাপন জানিয়েছেন, সে পর্যন্ত আর অপেক্ষা করতে আগ্রহী নন তিনি। আজ শপথ অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার (মন্ত্রিত্বের) কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যাঁরা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু নয়। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কি না।’

আইসিসির কিছু কমিটিতে থাকার বিষয়ও সামনে এনেছেন পাপন, ‘আইসিসির কিছু নিয়মকানুন আছে। ওদের আবার বেশ কিছু কমিটিতে আছি আমি। কিছুর চেয়ারম্যান পদেও আছি। ওদের ওই টার্ম শেষ করতে হবে। কারণ, ওরা নিয়ম পরিবর্তন করে না।’

জাতীয় সংসদ নির্বাচনে এই নিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন পাপন। তবে এর আগে মন্ত্রিত্বের পাশাপাশি বিসিবি সভাপতি হিসেবে শুধু পাপনই নন, আরও অনেকেই সেই দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছেন আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সাবের হোসেন চৌধুরীও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত