Ajker Patrika

ভারত-অস্ট্রেলিয়ার রেকর্ডও ভেঙে দিল মালয়েশিয়া 

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৮: ২৯
ভারত-অস্ট্রেলিয়ার রেকর্ডও ভেঙে দিল মালয়েশিয়া 

এশিয়ান গেমস ক্রিকেটে কদিন আগে রানের পাহাড় গড়েছিল নেপাল। ৩১৪ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর নিজেদের নামে করে নেয় নেপাল। নেপালের পর এই টুর্নামেন্টে আজ রানের ফোয়ারা ছুটিয়েছে মালয়েশিয়া। রানের পাহাড় গড়ে মালয়েশিয়া ভেঙে দিল ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিদের রেকর্ডও। 

ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে এশিয়ান গেমসে আজ মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া-থাইল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ান অধিনায়ক আহমেদ ফাইজ। প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২৬৮ রান করেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এটা চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩১৪ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্র দুটো দলেরই স্কোর ২৭৮ রান। অস্ট্রেলিয়ার নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর ২৬৩। আর নিজেদের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর ২৬০। 

মালয়েশিয়ার রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি করেছেন সৈয়দ আজিজ। ৫৬ বলে ১৩ চার ও ৯ ছক্কায় ১২৬ রান করেছেন আজিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই মালয়েশিয়ার ওপেনারের প্রথম সেঞ্চুরি। ব্যাটারদের রাজত্বের দিনে মালয়েশিয়ান বোলাররাও রাজত্ব করেছেন। ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করতে পারে থাইল্যান্ড। ১৯৪ রানের জয়ে মালয়েশিয়া নিজেদের ইতিহাসে রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে। 

দল                    স্কোর                 প্রতিপক্ষ         সাল 
নেপাল              ৩১৪/৩             মঙ্গোলিয়া      ২০২৩ 
আফগানিস্তান    ২৭৮/৩           আয়ারল্যান্ড       ২০১৯ 
চেকপ্রজাতন্ত্র     ২৭৮ /৪              তুরস্ক            ২০১৯ 
মালয়েশিয়া        ২৬৮/৪             থাইল্যান্ড        ২০২৩ 
অস্ট্রেলিয়া         ২৬৩/৩             শ্রীলঙ্কা           ২০১৬ 
শ্রীলঙ্কা             ২৬০ /৬            কেনিয়া           ২০০৭ 
ভারত               ২৬০/৫             শ্রীলঙ্কা            ২০১৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত