Ajker Patrika

লকডাউনেও হবে আইপিএল

স্পোর্টস ডেস্ক
লকডাউনেও হবে আইপিএল

করোনার দ্বিতীয় ঢেউয়ের নেতিবাচক প্রভাব পড়েছে সবখানে। ভারতে রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হারটা একটু বেশিই। এর জেরে লকডাউনও শুরু হচ্ছে রাজ্যজুড়ে। এতে উদ্বেগ তৈরি হয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি হবে আইপিএলের ম্যাচ? কাল সেই দুশ্চিন্তা কমিয়েছেন মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিক। তিনি জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হবে ম্যাচ।

একইসঙ্গে একটা সতর্কবার্তাও দিয়েছেন নবাব মালিক, ‘আয়োজক ও ক্রিকেটারদের কড়াভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে।’ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী অবশ্য পরশু বলেছেন, ‘আইপিএলের সব ম্যাচই সূচি মেনে হবে।’

৯ এপ্রিল থেকে চেন্নাইয়ে পর্দা উঠছে আইপিএলের। সংশয়টা তৈরি হয়েছিল ওয়াংখেড় ঘিরে। আগামী শনিবার (১০ এপ্রিল) এখানেই চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা। আগামী শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

তবে নবাব মালিকের বক্তব্যের পর ম্যাচ হওয়া নিয়ে সেই সংশয় অনেকেটা কেটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত