অনলাইন ডেস্ক
ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
আমাদের গ্রহের অভ্যন্তরে ঘটছে অসংখ্য জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি পৃথিবীর উপরিভাগের চেয়ে অনেক বেশি রহস্যময়। ভূপৃষ্ঠের পাতলা স্তর এবং উত্তপ্ত কেন্দ্রের মাঝখানে অবস্থিত ম্যান্টল অঞ্চলটি প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত।
১৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। এত দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে সুনিতা এখন বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। তিনি ভুলে গেছেন কীভাবে হাঁটতে হয়! এই চ্যালেঞ্জটি তাঁর শরীরের ওপর দীর্ঘ মহাকাশ অভিযানের প্র
১৮ ঘণ্টা আগেমহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারী বাচ উইলমোর এবং সুনি উইলিয়ামসকে দ্রুত ফিরিয়ে আনতে ইলন মাস্ককে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ তথ্য জানান মাস্ক। তবে এই ঘোষণার ফলে নাসার...
২ দিন আগেচাঁদে গিয়ে অক্সিজেনের সংকটে পড়েন নভোচারীরা। এই সংকট কাটিয়ে ওঠা যায় কীভাবে, সেই উদ্যোগ নিয়েছেন একদল প্রকৌশলী। তাঁরা চাইছেন, সেখানে যে অক্সিজেন পাওয়া যায়, এ জন্য একটি যন্ত্রের নকশা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের সিয়েরা স্পেসের প্রকৌশলীরা। তাঁরা আশা করছেন
৪ দিন আগে