Ajker Patrika

ক্যানসার চিকিৎসায় রোবট সাপ

ক্যানসার চিকিৎসায় রোবট সাপ

সাপের মতো দেখতে এই রোবটের নাম ‘কোবরা’। জেট ইঞ্জিনিয়ারিং এবং পারমাণবিক প্ল্যান্টের কাজে এর আগে ব্যবহার করা হয়েছে এটি। এই রোবট আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার সার্জারিতে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান ড্রাগোস অ্যাক্সিন্টে বলেন, ‘রোবটটি অস্ত্রোপচার করতে সক্ষম কি না তা দেখার জন্য আমরা প্রাথমিক পরীক্ষা শুরু করেছি। রোবটটির মাধ্যমে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ রয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক।’ 

অস্ত্রোপচারে কোবরাকে ব্যবহার নিয়ে গবেষণার জন্য যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের কাছ থেকে এরই মধ্যে তহবিল পেয়েছেন গবেষকেরা। মূলত গলার ক্যানসার এবং আঘাতের অস্ত্রোপচারে এই রোবট সাপ ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। রোবটটির উচ্চতা ১৬ ফুট। যার পুরুত্ব (ব্যাস) দশমিক ৩৫ ইঞ্চি (৯ মিলিমিটার)। এটি সহজেই আঁটসাঁট জায়গা এবং বৃত্তাকার বাঁকের মধ্যে দিয়ে চলতে সক্ষম। 

রোবট সাপটির চিকিৎসায় ব্যবহার উপযোগিতা পরীক্ষা করেছেন ইউনিভার্সিটি হসপিটালস অব লিসেস্টার এনএইচএস ট্রাস্টের কান, নাক, গলা বিশেষজ্ঞ ও রোবোটিক সার্জন ডা. ওলাদেজো ওলালে। রোবটটি একটি মানব ডামিতে পরীক্ষা করা হয়েছে। রোবটটিকে ডামির মুখ দিয়ে প্রবেশ করিয়ে গলার পেছনের অংশে পৌঁছানো গেছে। গলার এই অংশে চিকিৎসা করতে হলে সাধারণত অত্যন্ত গভীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোটের হাওয়ায় জোটের অঙ্ক

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

আন্দোলনকারীদের মারধর, থমথমে শেবাচিম হাসপাতাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত