অনলাইন ডেস্ক
চাঁদে মানুষের বসতি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তবে চাঁদে দীর্ঘদিন থাকার জন্য প্রয়োজন হবে ব্যাপক পরিমাণে বিদ্যুৎ শক্তি। আর তা পাওয়া যাবে সৌর প্যানেলের মাধ্যমে। এবার সৌর প্যানেল তৈরির জন্য চমকপ্রদ উপাদান ব্যবহারের কথা ভাবছেন বিজ্ঞানীরা। সেটি হলো চাঁদের ধুলা!
নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, চাঁদের মাটি বা ধুলার অনুকরণের মাধ্যমে সৌর প্যানেল তৈরি করা সম্ভব। এই নতুন সৌর সেলগুলো সূর্যালোককে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারবে এবং মহাকাশের তীব্র তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে। ফলে পৃথিবী থেকে ভারী সৌর যন্ত্রপাতি পাঠানোর প্রয়োজনীয়তা কমে যাবে।
বর্তমান মহাকাশ মিশনগুলোতে অত্যন্ত শক্তিশালী সৌর প্যানেল ব্যবহার করা হয়, যেগুলো ৪০ শতাংশ পর্যন্ত শক্তি রূপান্তর করে। তবে এসব সৌর প্যানেল অত্যন্ত ব্যয়বহুল এবং ভারী। কারণ, এগুলোতে সুরক্ষা প্রদানকারী কাচ বা পুরু ফয়েল ব্যবহার করা হয়।
পোটসডাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ফেলিক্স ল্যাং জানান, এ ধরনের সৌর প্যানেল মহাকাশে পাঠাতে প্রচুর অর্থ ও পরিশ্রম লাগে। চাঁদের মাটি ব্যবহার করে এই সমস্যা সমাধান করতে চান তিনি ও তাঁর দল।
চাঁদের পৃষ্ঠে মাটির নিচে ছড়িয়ে থাকা শিলা ও ধুলা, যাকে ‘রেগোলিথ’ বলা হয়। সেই উপকরণ দিয়েই নতুন সৌর প্যানেল তৈরি করা হয়েছে। ল্যাংয়ের দল চাঁদের মাটির মতো উপকরণ গলিয়ে ‘মুনগ্লাস’ তৈরি করেছে এবং সেটিকে সৌর প্যানেল তৈরির জন্য ব্যবহার করেছে।
এই প্যানেলগুলো পেরোভস্কাইট নামের এক সস্তা ও কার্যকর উপকরণ দিয়ে তৈরি, যা সহজে সূর্যালোককে বৈদ্যুতে রূপান্তর করতে পারবে। পেরোভস্কাইট দিয়ে তৈরি সৌর কোষগুলো সাধারণ সৌর কোষগুলোর চেয়ে হালকা এবং সহজে উৎপাদন করা যায়।
চাঁদের উপকরণ ব্যবহার করলে সৌর প্যানেলগুলোর ওজন ৯৯ দশমিক ৪ শতাংশ কমে যাবে, ফলে পরিবহন খরচও ৯৯ শতাংশ কমবে। এটি ভবিষ্যতের মিশন এবং চাঁদে স্থায়ী বসবাসের জন্য বিশাল উপকারে আসবে।
গবেষকেরা জানাচ্ছেন, প্রতি গ্রাম উপকরণ চাঁদে পাঠালে নতুন সৌর প্যানেলগুলো বর্তমান প্যানেলগুলোর চেয়ে ১০০ গুণ বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে সক্ষম।
মহাকাশের তেজস্ক্রিয় মাত্রায় সৌর প্যানেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন গবেষকেরা।
সাধারণ সৌর প্যানেলগুলোর কাচ তেজস্ক্রিয়তার জন্য মহাকাশে গিয়ে খয়েরি হয়ে যায়, যা সূর্যালোক শোষণ করতে বাধা সৃষ্টি করে। তবে মুনগ্লাস স্বাভাবিকভাবে খয়েরি হওয়ায় এটি আরও বেশি স্থিতিশীল।
মুনগ্লাস তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহজ; কারণ, এটি পরিশোধনের প্রয়োজন হয় না এবং কেবল সূর্যের আলো কেন্দ্রীভূত করেই চাঁদের মাটিকে গলানো সম্ভব। পরীক্ষাগুলোর ফলে এই নতুন সৌর প্যানেলগুলো ১০ শতাংশ দক্ষতা অর্জন করেছে। তবে আরও উন্নত এবং ভালো কাচ ব্যবহার করলে এগুলো ২৩ শতাংশ দক্ষতা অর্জন করতে পারবে বলে আশা করছেন গবেষকেরা।
তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। চাঁদের কম মহাকর্ষ বল, বায়ুচাপশূন্য পরিবেশ এবং তাপমাত্রার ব্যাপক পরিবর্তন সৌর প্যানেলগুলোর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এই প্রযুক্তির প্রকৃত অবস্থায় পরীক্ষা করার জন্য দলটি একটি ছোট পরীক্ষামূলক যন্ত্র চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে।
ল্যাং বিশ্বাস করেন, চাঁদের মাটি ব্যবহার করে নানা ধরনের উপকারিতা পাওয়া যেতে পারে। যেমন আশ্রয় তৈরি, পানি তৈরি এবং সৌরশক্তি; যা ভবিষ্যতে চাঁদের শহরগুলোয় বিদ্যুৎ সরবরাহ করবে।
তথ্যসূত্র: নরিডজ
চাঁদে মানুষের বসতি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তবে চাঁদে দীর্ঘদিন থাকার জন্য প্রয়োজন হবে ব্যাপক পরিমাণে বিদ্যুৎ শক্তি। আর তা পাওয়া যাবে সৌর প্যানেলের মাধ্যমে। এবার সৌর প্যানেল তৈরির জন্য চমকপ্রদ উপাদান ব্যবহারের কথা ভাবছেন বিজ্ঞানীরা। সেটি হলো চাঁদের ধুলা!
নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, চাঁদের মাটি বা ধুলার অনুকরণের মাধ্যমে সৌর প্যানেল তৈরি করা সম্ভব। এই নতুন সৌর সেলগুলো সূর্যালোককে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারবে এবং মহাকাশের তীব্র তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে। ফলে পৃথিবী থেকে ভারী সৌর যন্ত্রপাতি পাঠানোর প্রয়োজনীয়তা কমে যাবে।
বর্তমান মহাকাশ মিশনগুলোতে অত্যন্ত শক্তিশালী সৌর প্যানেল ব্যবহার করা হয়, যেগুলো ৪০ শতাংশ পর্যন্ত শক্তি রূপান্তর করে। তবে এসব সৌর প্যানেল অত্যন্ত ব্যয়বহুল এবং ভারী। কারণ, এগুলোতে সুরক্ষা প্রদানকারী কাচ বা পুরু ফয়েল ব্যবহার করা হয়।
পোটসডাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ফেলিক্স ল্যাং জানান, এ ধরনের সৌর প্যানেল মহাকাশে পাঠাতে প্রচুর অর্থ ও পরিশ্রম লাগে। চাঁদের মাটি ব্যবহার করে এই সমস্যা সমাধান করতে চান তিনি ও তাঁর দল।
চাঁদের পৃষ্ঠে মাটির নিচে ছড়িয়ে থাকা শিলা ও ধুলা, যাকে ‘রেগোলিথ’ বলা হয়। সেই উপকরণ দিয়েই নতুন সৌর প্যানেল তৈরি করা হয়েছে। ল্যাংয়ের দল চাঁদের মাটির মতো উপকরণ গলিয়ে ‘মুনগ্লাস’ তৈরি করেছে এবং সেটিকে সৌর প্যানেল তৈরির জন্য ব্যবহার করেছে।
এই প্যানেলগুলো পেরোভস্কাইট নামের এক সস্তা ও কার্যকর উপকরণ দিয়ে তৈরি, যা সহজে সূর্যালোককে বৈদ্যুতে রূপান্তর করতে পারবে। পেরোভস্কাইট দিয়ে তৈরি সৌর কোষগুলো সাধারণ সৌর কোষগুলোর চেয়ে হালকা এবং সহজে উৎপাদন করা যায়।
চাঁদের উপকরণ ব্যবহার করলে সৌর প্যানেলগুলোর ওজন ৯৯ দশমিক ৪ শতাংশ কমে যাবে, ফলে পরিবহন খরচও ৯৯ শতাংশ কমবে। এটি ভবিষ্যতের মিশন এবং চাঁদে স্থায়ী বসবাসের জন্য বিশাল উপকারে আসবে।
গবেষকেরা জানাচ্ছেন, প্রতি গ্রাম উপকরণ চাঁদে পাঠালে নতুন সৌর প্যানেলগুলো বর্তমান প্যানেলগুলোর চেয়ে ১০০ গুণ বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে সক্ষম।
মহাকাশের তেজস্ক্রিয় মাত্রায় সৌর প্যানেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন গবেষকেরা।
সাধারণ সৌর প্যানেলগুলোর কাচ তেজস্ক্রিয়তার জন্য মহাকাশে গিয়ে খয়েরি হয়ে যায়, যা সূর্যালোক শোষণ করতে বাধা সৃষ্টি করে। তবে মুনগ্লাস স্বাভাবিকভাবে খয়েরি হওয়ায় এটি আরও বেশি স্থিতিশীল।
মুনগ্লাস তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহজ; কারণ, এটি পরিশোধনের প্রয়োজন হয় না এবং কেবল সূর্যের আলো কেন্দ্রীভূত করেই চাঁদের মাটিকে গলানো সম্ভব। পরীক্ষাগুলোর ফলে এই নতুন সৌর প্যানেলগুলো ১০ শতাংশ দক্ষতা অর্জন করেছে। তবে আরও উন্নত এবং ভালো কাচ ব্যবহার করলে এগুলো ২৩ শতাংশ দক্ষতা অর্জন করতে পারবে বলে আশা করছেন গবেষকেরা।
তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। চাঁদের কম মহাকর্ষ বল, বায়ুচাপশূন্য পরিবেশ এবং তাপমাত্রার ব্যাপক পরিবর্তন সৌর প্যানেলগুলোর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এই প্রযুক্তির প্রকৃত অবস্থায় পরীক্ষা করার জন্য দলটি একটি ছোট পরীক্ষামূলক যন্ত্র চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে।
ল্যাং বিশ্বাস করেন, চাঁদের মাটি ব্যবহার করে নানা ধরনের উপকারিতা পাওয়া যেতে পারে। যেমন আশ্রয় তৈরি, পানি তৈরি এবং সৌরশক্তি; যা ভবিষ্যতে চাঁদের শহরগুলোয় বিদ্যুৎ সরবরাহ করবে।
তথ্যসূত্র: নরিডজ
বিশ্ববিখ্যাত পপ তারকা কেটি পেরি সহ আরও পাঁচজন নারী সফলভাবে মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছেন। জেফ বেজোসের ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এই অভিযানে অংশ নিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগেপয়লা বৈশাখ আজ। গ্রীষ্মের শুরু হলো। গরমের এই মৌসুমে তাপমাত্রার ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠবে অনেকের। গরমে বেহাল অবস্থা হয় সবারই। তবে গবেষণা বলছে, গরমের সময় পুরুষদের তুলনায় নারীরা বেশি ঝুঁকিতে থাকে। তাপ সহ্য করার ক্ষমতা, জৈবিক, শারীরিক, সামাজিক ও হরমোনজনিত নানা কারণে এ পার্থক্য হয়ে থাকে।
২১ ঘণ্টা আগেকোয়ান্টাম পদার্থবিদ্যায় বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন ইসরায়েলের এক দল গবেষক। তাঁরা প্রথমবারের মতো এমন এক নতুন ধরনের কোয়ান্টাম বিজড়নের (এনটেঙ্গলমেন্ট) সন্ধান পেয়েছেন। অত্যন্ত ক্ষুদ্রাকৃতির কাঠামোর মধ্যে আবদ্ধ ফোটনের (আলোক কণা) মোট কৌণিক ভরবেগের সীমার মধ্যেই এই ঘটনা প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা।
২ দিন আগেপৃথিবীর নিম্ন কক্ষপথে একসঙ্গে শত শত ‘মাইক্রোস্যাটেলাইট’ পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ স্পিনলঞ্চ। এ জন্য তারা এক ধরনের বিশাল কামান ব্যবহার করবে। কামানটি স্যাটলাইটগুলোকে ঘুড়িয়ে ঘুড়িয়ে দ্রুত গতিতে মহাকাশে পাঠাবে। প্যানকেকের মতো মহাকাশযানের প্রথম ব্যাচটি আগামী..
৩ দিন আগে