লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।
২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।
পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।
আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট
লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।
২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।
পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।
আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট
২৫ এপ্রিল ভোরে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে এক ‘হাস্যোজ্জ্বল মুখ’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দিন ভোরে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন বিশ্ববাসী—যার নাম ‘ট্রিপল কনজাংকশন’।
১ ঘণ্টা আগেমহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
২০ ঘণ্টা আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১ দিন আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
২ দিন আগে