Ajker Patrika

এআই দিয়ে ডলফিনের সঙ্গে কথা বলার দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯: ২৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কল্পবিজ্ঞান নয়—চিরচেনা সমুদ্রের ডলফিনদের ভাষা বুঝতে শিগগিরই সক্ষম হতে চলেছে মানুষ! আর এই বিস্ময়কর অগ্রগতির পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

ডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।

যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘ডলফিনগেমা’ নামে গুগলের তৈরি নতুন একটি এআই মডেল ডলফিনদের এই জটিল শব্দ-ভাষা বিশ্লেষণে কাজ করছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ও ওয়াইল্ড ডলফিন প্রজেক্ট (ডব্লিউডিপি)-এর গবেষকদের সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

ডব্লিউডিপি-এর গবেষণা অনুসারে, লড়াইয়ের সময় ডলফিনেরা জোরালো স্কোয়াক ব্যবহার করে। আবার সঙ্গীকে আকৃষ্ট করা বা হাঙরের পেছনে ধাওয়া করার সময় তারা মৃদু বাজ-এর মতো ক্লিক দেয় করে। এ ছাড়া মা ও শাবকেরা একে অপরকে নিজেদের বিশেষ শিস-এর মাধ্যমে খুঁজে পায়।

এআই মডেলটি এসব শব্দকে এমনভাবে রূপান্তর করবে, যা বিশ্লেষণযোগ্য। শব্দের প্যাটার্ন ও তাৎপর্য শনাক্ত করাই এ প্রকল্পের লক্ষ্য। চমকপ্রদভাবে, ‘ডলফিনগেমা’ সরাসরি ফিল্ড গবেষকদের স্মার্টফোনে চলবে। অর্থাৎ সমুদ্রে ভাসমান অবস্থাতেও গবেষণার সুবিধা হবে।

বর্তমানে আটলান্টিক স্পটেড ডলফিনদের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই এআইকে। তবে গবেষকেরা ভবিষ্যতে বটলনোজ ও স্পিনার প্রজাতির ডলফিনদের ওপরেও এটি প্রয়োগ করতে চান।

ডলফিনদের ভাষা ব্যাখ্যা করতে এই মডেলটি ব্যবহার করছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম, যা জটিল তথ্যের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে পারদর্শী। বলা যায়, চ্যাটজিপিটি যেভাবে মানুষের ভাষা বোঝে, ঠিক তেমনিভাবেই ডলফিনগেমা ডলফিনের শব্দের কাঠামো ও সংকেত বোঝার চেষ্টা করছে।

এতে গবেষণার গণ্ডি শুধু শব্দ রেকর্ডিংয়ে সীমিত থাকছে না—ডলফিনদের ভাষা একটি বাস্তব যোগাযোগব্যবস্থা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে। এতে হয়তো শিগগিরই মানুষ আর ডলফিনের মধ্যে সত্যিকার ‘আন্তঃপ্রজাতীয় সংলাপ’ সম্ভব হতে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত