অনলাইন ডেস্ক
কল্পবিজ্ঞান নয়—চিরচেনা সমুদ্রের ডলফিনদের ভাষা বুঝতে শিগগিরই সক্ষম হতে চলেছে মানুষ! আর এই বিস্ময়কর অগ্রগতির পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
ডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘ডলফিনগেমা’ নামে গুগলের তৈরি নতুন একটি এআই মডেল ডলফিনদের এই জটিল শব্দ-ভাষা বিশ্লেষণে কাজ করছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ও ওয়াইল্ড ডলফিন প্রজেক্ট (ডব্লিউডিপি)-এর গবেষকদের সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ডব্লিউডিপি-এর গবেষণা অনুসারে, লড়াইয়ের সময় ডলফিনেরা জোরালো স্কোয়াক ব্যবহার করে। আবার সঙ্গীকে আকৃষ্ট করা বা হাঙরের পেছনে ধাওয়া করার সময় তারা মৃদু বাজ-এর মতো ক্লিক দেয় করে। এ ছাড়া মা ও শাবকেরা একে অপরকে নিজেদের বিশেষ শিস-এর মাধ্যমে খুঁজে পায়।
এআই মডেলটি এসব শব্দকে এমনভাবে রূপান্তর করবে, যা বিশ্লেষণযোগ্য। শব্দের প্যাটার্ন ও তাৎপর্য শনাক্ত করাই এ প্রকল্পের লক্ষ্য। চমকপ্রদভাবে, ‘ডলফিনগেমা’ সরাসরি ফিল্ড গবেষকদের স্মার্টফোনে চলবে। অর্থাৎ সমুদ্রে ভাসমান অবস্থাতেও গবেষণার সুবিধা হবে।
বর্তমানে আটলান্টিক স্পটেড ডলফিনদের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই এআইকে। তবে গবেষকেরা ভবিষ্যতে বটলনোজ ও স্পিনার প্রজাতির ডলফিনদের ওপরেও এটি প্রয়োগ করতে চান।
ডলফিনদের ভাষা ব্যাখ্যা করতে এই মডেলটি ব্যবহার করছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম, যা জটিল তথ্যের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে পারদর্শী। বলা যায়, চ্যাটজিপিটি যেভাবে মানুষের ভাষা বোঝে, ঠিক তেমনিভাবেই ডলফিনগেমা ডলফিনের শব্দের কাঠামো ও সংকেত বোঝার চেষ্টা করছে।
এতে গবেষণার গণ্ডি শুধু শব্দ রেকর্ডিংয়ে সীমিত থাকছে না—ডলফিনদের ভাষা একটি বাস্তব যোগাযোগব্যবস্থা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে। এতে হয়তো শিগগিরই মানুষ আর ডলফিনের মধ্যে সত্যিকার ‘আন্তঃপ্রজাতীয় সংলাপ’ সম্ভব হতে চলেছে।
কল্পবিজ্ঞান নয়—চিরচেনা সমুদ্রের ডলফিনদের ভাষা বুঝতে শিগগিরই সক্ষম হতে চলেছে মানুষ! আর এই বিস্ময়কর অগ্রগতির পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
ডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘ডলফিনগেমা’ নামে গুগলের তৈরি নতুন একটি এআই মডেল ডলফিনদের এই জটিল শব্দ-ভাষা বিশ্লেষণে কাজ করছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ও ওয়াইল্ড ডলফিন প্রজেক্ট (ডব্লিউডিপি)-এর গবেষকদের সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ডব্লিউডিপি-এর গবেষণা অনুসারে, লড়াইয়ের সময় ডলফিনেরা জোরালো স্কোয়াক ব্যবহার করে। আবার সঙ্গীকে আকৃষ্ট করা বা হাঙরের পেছনে ধাওয়া করার সময় তারা মৃদু বাজ-এর মতো ক্লিক দেয় করে। এ ছাড়া মা ও শাবকেরা একে অপরকে নিজেদের বিশেষ শিস-এর মাধ্যমে খুঁজে পায়।
এআই মডেলটি এসব শব্দকে এমনভাবে রূপান্তর করবে, যা বিশ্লেষণযোগ্য। শব্দের প্যাটার্ন ও তাৎপর্য শনাক্ত করাই এ প্রকল্পের লক্ষ্য। চমকপ্রদভাবে, ‘ডলফিনগেমা’ সরাসরি ফিল্ড গবেষকদের স্মার্টফোনে চলবে। অর্থাৎ সমুদ্রে ভাসমান অবস্থাতেও গবেষণার সুবিধা হবে।
বর্তমানে আটলান্টিক স্পটেড ডলফিনদের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই এআইকে। তবে গবেষকেরা ভবিষ্যতে বটলনোজ ও স্পিনার প্রজাতির ডলফিনদের ওপরেও এটি প্রয়োগ করতে চান।
ডলফিনদের ভাষা ব্যাখ্যা করতে এই মডেলটি ব্যবহার করছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম, যা জটিল তথ্যের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে পারদর্শী। বলা যায়, চ্যাটজিপিটি যেভাবে মানুষের ভাষা বোঝে, ঠিক তেমনিভাবেই ডলফিনগেমা ডলফিনের শব্দের কাঠামো ও সংকেত বোঝার চেষ্টা করছে।
এতে গবেষণার গণ্ডি শুধু শব্দ রেকর্ডিংয়ে সীমিত থাকছে না—ডলফিনদের ভাষা একটি বাস্তব যোগাযোগব্যবস্থা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে। এতে হয়তো শিগগিরই মানুষ আর ডলফিনের মধ্যে সত্যিকার ‘আন্তঃপ্রজাতীয় সংলাপ’ সম্ভব হতে চলেছে।
আইনস্টাইনের কথা উঠলেই চলে আসে আরও একজনের নাম। তিনি হলের এমি নোয়েথার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন এই নারী। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। মাত্র ৫৩ বছর বয়সে মারা যান এই নারী। কিন্তু এই অল্প কিছুদিনেই গণিতে তাঁর অবদান অসামান্য।
১৭ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর ধানে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগেপৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিগত কয়েক দশক ধরে গবেষণা পরিচালনা করেছেন বিজ্ঞানীরা। এবার সেই উত্তরের খোঁজে আরেক ধাপ এগোল মানবজাতি। নাসার জ্যোতির্বিদরা দাবি করেছেন, পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে ‘কে২–১৮ বি’ নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে...
২ দিন আগেচিংড়ি চাষের জন্য এক অমানবিক পদ্ধতি বেছে নেন খামারিরা। এটি এমন পদ্ধতি, যেখানে স্ত্রী চিংড়ির একটি বা উভয় চোখই কেটে বা উপড়ে ফেলা হয়। শুনতে এটি জলজ প্রাণী চাষে ব্যবহৃত বহুল প্রচলিত ও কার্যকর পদ্ধতি। ক্রাস্টেসিয়ান (খোলসযুক্ত জলজ প্রাণী) প্রাণীদের প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই পদ্ধতি। মূলত বাণিজ্যিক
৩ দিন আগে