Ajker Patrika

চাঁদের পথে উড়াল দিল ভারতের চন্দ্রযান-৩

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৭: ০৫
চাঁদের পথে উড়াল দিল ভারতের চন্দ্রযান-৩

ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।

মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান। 

চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।

প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।

এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত