ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।
মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান।
চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।
প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।
এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।
মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান।
চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।
প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।
এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
মহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১৫ ঘণ্টা আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১৯ ঘণ্টা আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
১ দিন আগেরঙের জগতে নতুন চমক নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং আবিষ্কার করেছেন, যা সাধারণ চোখে আগে কখনো দেখা যায়নি। এই রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’, যা দেখতে একধরনের গাড় সবুজাভ নীল।
২ দিন আগে