নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু হত্যার খণ্ডিত বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখন খোলস পরে ঘুরে বেড়াচ্ছে। হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ফৌজদারি কার্যবিধির ১৭৩ (৩) ধারা অনুসারে বঙ্গবন্ধু হত্যা মামলায় নতুন করে সম্পূরক চার্জশিট দিতে বাধা নেই।’
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এ মন্তব্য করেন। আজ শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতি, ঢাকা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া খুনিদের বিদেশে চলে যাওয়ার কথা বলেছিলেন। জিয়াউর রহমান, এইচএম এরশাদ ও খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন ও লালনপালন করেছেন। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করে জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার সব খুনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। এছাড়া বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে যারা–এমন কথা বলছেন, তারা জ্ঞানপাপী ও পাকিস্তানের দোসর।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘বামপন্থীদের কথা, তাদের রাজনীতি আর বিএনপি-জামায়াতের রাজনীতি ও কথা এক হওয়ার কথা না। কিন্তু লক্ষ্য করা যায়, বামপন্থী হিসেবে পরিচিতরা যে কথাগুলো বলছেন, তা তাঁদের মূল রাজনীতির বিরুদ্ধে যায়। সেটা আমাদের বিরুদ্ধে না, আওয়ামী লীগের বিরুদ্ধে না। আর এই জিনিসটা তাঁরা বোঝেন কি না এটা আমাদের বোধগম্য নয়।’
জ্বালানি সংকট নিয়ে আমির হোসেন বলেন, ‘আমরাতো আমদানি নির্ভর দেশ। তারপরও যেসব দেশ থেকে আমদানি–রপ্তানি করি সেসব দেশের অবস্থা কী সেটা দেখতে হবে। সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে আল্লাহর রহমত আমাদের ওপর আছে। আমরা আশাবাদী, এই বছরের মধ্যে সার্বিক অবস্থার পরিবর্তন হয়ে আমরা আগের মতো এগিয়ে যেতে সক্ষম হব।’
পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।
বঙ্গবন্ধু হত্যার খণ্ডিত বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখন খোলস পরে ঘুরে বেড়াচ্ছে। হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ফৌজদারি কার্যবিধির ১৭৩ (৩) ধারা অনুসারে বঙ্গবন্ধু হত্যা মামলায় নতুন করে সম্পূরক চার্জশিট দিতে বাধা নেই।’
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এ মন্তব্য করেন। আজ শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতি, ঢাকা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া খুনিদের বিদেশে চলে যাওয়ার কথা বলেছিলেন। জিয়াউর রহমান, এইচএম এরশাদ ও খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন ও লালনপালন করেছেন। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করে জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার সব খুনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। এছাড়া বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে যারা–এমন কথা বলছেন, তারা জ্ঞানপাপী ও পাকিস্তানের দোসর।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘বামপন্থীদের কথা, তাদের রাজনীতি আর বিএনপি-জামায়াতের রাজনীতি ও কথা এক হওয়ার কথা না। কিন্তু লক্ষ্য করা যায়, বামপন্থী হিসেবে পরিচিতরা যে কথাগুলো বলছেন, তা তাঁদের মূল রাজনীতির বিরুদ্ধে যায়। সেটা আমাদের বিরুদ্ধে না, আওয়ামী লীগের বিরুদ্ধে না। আর এই জিনিসটা তাঁরা বোঝেন কি না এটা আমাদের বোধগম্য নয়।’
জ্বালানি সংকট নিয়ে আমির হোসেন বলেন, ‘আমরাতো আমদানি নির্ভর দেশ। তারপরও যেসব দেশ থেকে আমদানি–রপ্তানি করি সেসব দেশের অবস্থা কী সেটা দেখতে হবে। সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে আল্লাহর রহমত আমাদের ওপর আছে। আমরা আশাবাদী, এই বছরের মধ্যে সার্বিক অবস্থার পরিবর্তন হয়ে আমরা আগের মতো এগিয়ে যেতে সক্ষম হব।’
পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।
২ ঘণ্টা আগেপ্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগেগাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
৫ ঘণ্টা আগে