Ajker Patrika

হাসনাতের ওপর হামলায় জামায়াত আমিরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।

শফিকুর রহমান বলেন, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। হাসনাত আবদুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে, এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না। তিনি আরও বলেন, জানি না হাসনাত আবদুল্লাহ কাদের চোখের বালি, কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় ১০-১২ যুবক। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা কয়েক সহযোগী আহত হয়েছেন। হাসনাতের ওপর হামলার প্রতিবাদে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত