Ajker Patrika

বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে সরকার: মঈন খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৫
Thumbnail image

গণতন্ত্রকে হত্যা করে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে সরকার আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’ এই মন্তব্যের ব্যাখ্যায় মঈন খান বলেন, ‘১৯৭১-এর বিজয় এনেছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আজকে হত্যা করে আওয়ামী লীগ সরকার বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘পাকিস্তান আমলে ২২টি পরিবার পুরো পাকিস্তানে লুটপাটের রাজত্ব তৈরি করেছিল। আমরা চেয়েছিলাম একটি স্বাধীন দেশ, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি হবে। আওয়ামী লীগ সরকার আজ ২২০টির অধিক পরিবারকে দিয়ে দেশের সব সম্পদ লুট করে নিয়েছে। এভাবেই বর্তমান সরকার বাংলাদেশের বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’ 

বিজয় দিবস উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। সমাবেশ শেষে বেলা ২টা ৪৪ মিনিটের দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই শোভাযাত্রা। সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শোভাযাত্রার আগে মঈন খান, নজরুল ইসলাম খানসহ আরও অনেকে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

শোভাযাত্রায় অংশ নেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসএর আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করতে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে ফকিরাপুল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত এলাকায় বিভিন্ন স্থানে তাঁরা বিভিন্ন ব্যানার হাতে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা দলীয় স্লোগানসহ সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। 

বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়এদিকে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থান নেয় পুলিশ। পুলিশের অবস্থান সম্পর্কে বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বাড়তি পুলিশ মোতায়েন  করা হয়েছে। বিএনপি তাদের কর্মসূচি পালন করবে। আমরা আমাদের মতো পরিস্থিতি কন্ট্রোলে রাখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত